জাতীয় পার্টি (কাজী জাফর) কেন্দ্রীয় কমিটির সভাপতি মোস্তফা জামাল হায়দার বলেছেন,৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে ১৬ বছরের ষোল বছরের একটি স্বৈরশাষনের পতন হয়েছে। আমরা আমাদের দেশের বুকে আগামী দিনে একটি নির্বাচিত জনগণের সরকার কায়েম করতে চলেছি। প্রতিভাবান ড.ইউনুস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। তিনি একজন সৎজ্জন মানুষ। তিনি বিভিন্ন দপ্তর ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছেন। কিন্তুু কাজটি অত সহজ নয়। ১৬ বছরে শেখ হাসিনা টাকা পাচার করেছে, ব্যাংক ধ্বংস করেছে সেটা বড় কথা নয়। এই দেশের শাষন কাঠামো, রাষ্ট্র কাঠামোও ভেঙে দিয়ে গেছেন। আমরা ১২ দলীয় জোটের পক্ষ থেকে,বি এন পির পক্ষ থেকে তাকে বলেছি আপনি প্রয়োজনীয় সময় নিয়ে রাষ্ট্র কাঠামো সংস্কার করেন। এই রাষ্ট্র কাঠামো সংস্কার না করলে গনতন্ত্র হবেনা।
শুক্রবার (১৩ সেপ্টেম্বর ) সন্ধ্যায় পিরোজপুরের নাজিরপুরে জাতীয় পার্টির এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
মোস্তফা জামাল হায়দার বলেন, শেখ হাসিনার যারা প্রভু তারা এখনো ষড়যন্ত্র করছে। তারা সাম্প্রদায়িকতার জিকির তুলে এই সরকারকে সারা পৃথিবীর কাছে হেয় করার চেষ্টা করছে। তারা সাম্প্রদায়িকতার কার্ড খেলে পৃথিবীকে বিভ্রান্ত্র করার চেষ্টা করছে। মুসলিম ভাইয়েরা, মাদ্রাসার ছাত্ররা মন্দির,হিন্দুবাড়ী পাহাড়া দিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করছে। আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি যেন অক্ষুন্ন থাকে সে দিকে সবাইকে খেয়াল রাখতে হবে।
তিনি বলেন, সামনে হিন্দুদের প্রধান ধর্মীয় উৎসব দূর্গা পূজা। এটা বাঙালী জাতিরও উৎসব। এই দূর্গা পূজাকে কেন্দ্র করে তারা ষড়যন্ত্র করার চেষ্টা করছে। এ বিষয়ে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। তাদের এই ষড়যন্ত্র যেন সফল না হয়। ষড়যন্ত্রী মহল চুপ করে বসে নাই। বর্তমান অন্তবর্তী সরকারকে বেকায়দায় ফেলার জন্য একটার পর একটা বাহানা সৃষ্টি করছে। আপনারা জানেন বি এস এফ সদস্যরা সীমান্তে পাখিরমত গুলি করে বাংলাদেশী নাগরিককে মারছে। তারা সীমান্তে অশান্তি, অস্থিতিশীলতা সৃষ্টিকরে এই অন্তবর্তী সরকারকে নাজেহাল করার জন্য একটার পর একটা চেষ্টা চালিয়ে যাচ্ছে।
মোস্তফা জামাল হায়দার বলেন, আমরা গনতন্ত্র চাই,গনতান্ত্রিক সরকার চাই। কিন্তুু তার চাইতেও বেশী চাই আমার দেশের সার্বভৌমত্ত,আমার দেশের স্বাধীনতা। আমাদের স্বাধীনতার সংগ্রাম, সার্বভৌমত্ত সংরক্ষনের সংগ্রাম এবং গনতন্ত্রের সংগ্রাম একই সাথে চলতে থাকবে।
জাতীয় পার্টি নাজিরপুর উপজেলা শাখার সভাপতি মাষ্টার খালেকুজ্জামানের সভাপতিত্বে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন ব্যারিষ্টার মোস্তফা জুবায়ের হায়দার,বাংলাদেশ লেবার পার্টির মহাসচিব মোঃ আমিনুল ইসলাম, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আরিফুর রহমান টুবুল প্রমূখ।
যাযাদি/ এসএম