বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ২৫ আশ্বিন ১৪৩১

পটুয়াখালীতে আজও ভারী বৃষ্টিপাত অব্যাহত

পটুয়াখালী প্রতিনিধি
  ১৪ সেপ্টেম্বর ২০২৪, ১৪:০৭
ছবি : যায়যায়দিন

সাগরে নিম্নচাপের প্রভাবে গত কয়েকদিনের মত আজও পটুয়াখালীতে ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। বৃষ্টির কারণে সাধারণ খেটে খাওয়া মানুষ অনেকটা ভোগান্তির মধ্যে পড়েছেন।

পটুয়াখালী আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য মতে গত ২৪ ঘন্টায় (সকাল ৯ টা পর্যন্ত) ৫৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগামী কয়েকদিন এমন দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করবে বলে জানানো হয়েছে।

এদিকে বৃষ্টির কারনে শহরের অনেক এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। জরুরী কাজ ছাড়া এদিন অনেকেই ঘরের বাহিরে বের হতে দেখা যায়নি। যারাও বা বাহিরে বের হয়েছেন সড়কে রিকশা কিংবা অটোরিকশা না থাকায় তাদেরকে যানবাহন পেতে ভোগান্তিতে পরতে হয়েছে।

অপরদিকে নিম্নচাপের প্রভাবে সাগর ও নদী উত্তাল থাকায় মাছ ধরার ট্রলার ও নৌকা গুলো নিরাপদ আশ্রয়ে অবস্থান করতে দেখা গেছে। বৃষ্টির কারনে আমন ধানের চারা রোপন করতে গিয়েও বিপাকে পরেছেন অধিকাংশ কৃষকরা। বৃষ্টির কারনে জমিতে পানি বেশি থাকায় বীজ রোপন করতে সমস্যা হচ্ছে। পাশপাশি অনেক কৃষক বীজতলা থেকে বীজ তুলতে পারছেন না।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে