পাবনার ভাঙ্গুড়ায় নবাগত পুলিশ সুপার মোঃ মোরতোজা আলী খাঁন উপজেলার সকল শ্রেণী পেশার মানুষের সাথে মতবিনিময় সমাবেশে মিলিত হন।
এতে উপজেলা বিএনপি, জামাত, হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ, ইসলামী আন্দোলন বাংলাদেশ সাংবাদিক, ব্যবসায়ী নেতৃবৃন্দ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ভাঙ্গুড়া থানা হল রুমে মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) অনুষ্ঠিত নবাগত পুলিশ সুপার মোঃ মোরতোজা আলী খাঁন তার বক্তব্য বলেন, ছাত্র জনতার আন্দোলনে কর্তৃত্ববাদী সরকার পতনের আগে গুটিকয়েক পুলিশ কর্মকর্তার স্বার্থে পুলিশকে অপব্যবহার করে জনগণের মুখোমুখি দাঁড় করায়, সরকার পরিবর্তনের সাথে সাথে পুলিশেও পরিবর্তনের ছোঁয়া লেগেছে।
তিনি বলেন, পুলিশের পলিসি ও সেটাপ পরিবর্তন সম্পন্ন হলেই পুলিশের মানবিকতার আমূল পরিবর্তন হবে, এজন্য আপনাদের একটু ধৈর্য ধরতে হবে। অপরাধ মদমনে তিনি পুলিশকে সহযোগিতা করার আহবান জানান।
পুলিশ সুপার বলেন, আমিও তো বৈষম্যের শিকার হয়েছি, দীর্ঘদিন নৌ পুলিশে চাকরি করতেও যোগ্যতা ও সিনিওরিটি অনুযায়ী আমাকেও দীর্ঘদিন পদোন্নতি দেয়া হয় নাই। অন্তবর্তী সরকার সেই বৈষম্যের অবসান ঘটিয়েছে। তার দীর্ঘ বক্তব্য বলেন, পুলিশের হারানো ছিটিয়ে থাকা অস্ত্র উদ্ধার এখন বড় চ্যালেঞ্জ, এ কাজে আপনাদের সহযোগিতা চাই।
তিনি বলেন, হিন্দু সম্প্রদায়ের আসন্ন দুর্গাপূজাতে দল মত নির্বিশেষে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের পাশাপাশি আগে থেকে স্বেচ্ছাসেবক দল গঠনের পরামর্শ সহ সকল রাজনৈতিক দলের সহযোগিতা কামনা করেন। তিনি মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে নির্দেশ দেন। পুলিশ সুপার বলেন, পুলিশ হবে জনগণের বন্ধ,ু ধীরে ধীরে জনগণের প্রত্যাশা পূরণ হলে তা হবে টেকসই।
এছাড়াও সমাবেশে ভাঙ্গুড়া আইন-শৃঙ্খলা রক্ষাসহ পুলিশের সামগ্রিক কাজে সহযোগিতার আশ্বাস দিয়ে বক্তব্য রাখেন, সহকারী পুলিশ সুপার (চাটমোহর সার্কেল, পাবনা) মোঃ হাবিবুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল মতিন রাজু, সাবেক সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যার নূর মুজাহিদ স্বপন, পাবনা জেলা নায়েবে আমির অধ্যাপক মোঃ আলী আজগর, উপজেলা জামায়াতের আমির মোঃ মহির উদ্দিন, পৌর বিএনপির আহবায়ক মোঃ রফিকুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার সভাপতি হাফেজ মাও: মোঃ আব্দুল হাই জমিরী, উপজেলা পূজা উদর্যাপন কমিটির সভাপতি মলয় কুমার দেব, ভাঙ্গুড়া প্রেস ক্লাবের আহবায়ক মোঃ মাহবুব-উল আলম বাবলু, বৈষম্য ছাত্র আন্দোলনের সমন্বয়কদ্বয় মোঃ নাছির উদ্দিন ও মোঃ শিমুল হাসান প্রমুখ।
মতবিনিময়ের আগে পবিত্র কুরআন তেলাওয়াতের পর ৫ আগস্ট পর্যন্ত ছাত্র-জনতার আন্দোলনের নিহতদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। সামগ্র অনুষ্ঠানটি ব্যবস্থাপনা ব্যবস্থাপনায় ছিলেন ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ মোঃ নাজমুল হক।
যাযাদি/ এম