নোয়াখালীতে বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক ওনার্স এসোসিয়েশন নোয়াখালী সদর উপজেলা শাখার উদ্যোগে মতবিনিময় ও নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার রাতে জেলা শহরের গ্রীণ হল চাইনিজ এন্ড কমিউনিটি সেন্টারে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাইভেট ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক ওনার্স এসোসিয়েশন নোয়াখালী জেলা শাখার সভাপতি ডা. এম এ নোমান।
প্রাইভেট ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক ওনার্স এসোসিয়েশন সদর উপজেলা শাখার সাবেক সভাপতি ডা. আবদুস সাত্তার ফরাজির সভাপতিত্বে ও সদর উপজিলা কমিটির আহবায়ক শহিদুল ইসলাম সায়েদের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন প্রাইভেট ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক ওনার্স এসোসিয়েশন নোয়াখালী জেলা শাখার সাধারণ সম্পাদক গৌতম ভট্ট, সদর উপজেলা কমিটির সাবেক সভাপতি অসীম রায় নয়ন।
বক্তব্য রাখেন ডা. ফিরোজ আলম, বোরহান উদ্দিন মিঠু, গোলাম মর্তুজা মুন্না ও অ্যাডভোকেট ইমাম হোসেন স্বপন প্রমুখ।
মতবিনিময় সভায় শহিদুল ইসলাম সায়েদকে আহবায়ক ও ডা. আকতার উদ্দিনকে সদস্য সচিব করে প্রাইভেট ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক ওনার্স এসোসিয়েশন সদর উপজেলা শাখার ৮ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির নাম ঘোষণা করেন জেলা কমিটির সাধারণ সম্পাদক গৌতম ভট্ট।
নবগঠিত আহবায়ক কমিটিকে আগামী তিন মাসের মধ্যে জেলা কমিটির সাথে পরামর্শক্রমে সম্মেলনে মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য দায়িত্ব দেওয়া হয়।
মতবিনিময় সভায় বেসরকারি হাসপাতাল ও ডায়াগনষ্টিকগুলোতে মানসম্মত সেবা নিশ্চিত, মূল্য তালিকা মেনে চলা এবং ঐক্যবদ্ধভাবে হামলা, মামলা ও হয়রানী মোকাবিলা করার সুপারিশ করা হয়।
যাযাদি/ এম