শেরপুরের নবাগত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. সুলতান মাহমুদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবাগত পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকালে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের অফিস কক্ষে ওই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে নবাগত পুলিশ সুপার এবং চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পরস্পরের মাঝে ফুলেল শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।
ওইসময় নবাগত পুলিশ সুপার জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশ সাথে বিচার বিভাগের পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে নিবিড়ভাবে কাজ করার আশা ব্যক্ত করেন। সৌজন্য সাক্ষাৎকালে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিচারকবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. সুলতান মাহমুদ এর আগে জামালপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ হিসেবে কর্মরত ছিলেন। তিনি গত ১৫ সেপ্টেম্বর শেরপুরের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেন।
যাযাদি/ এম