মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ২৪ আশ্বিন ১৪৩১

বাকেরগঞ্জে ঈদে মিলাদুন্নবী (সঃ) পালিত

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
  ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১৭:৫২
ছবি : যায়যায়দিন

বরিশাল বাকেরগঞ্জে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্ম মৃত্যু বার্ষিকী ও পবিত্র ঈদে মিলাদুন্নবী (সঃ)।

আজকে সকাল দশটায় বাকেরগঞ্জ উপজেলার ১৩ নং পাদ্রী সিবপুর ইউনিয়নের পাদ্রী সিবপুর পাবলিক মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয়ের হলরুমে পালিত হয়েছে ১২ ই রবিউল আউয়াল পবিত্র ঈদে মিলাদুন্নবী (সঃ) ।

পাদ্রী সিবপুর পাবলিক মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হান্নান মিয়ার সভাপতিত্বে পবিত্র ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষার্থীদের অভিভাবক ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য এবং শিক্ষক মন্ডলী।

অনুষ্ঠানে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনী ও আদর্শ নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয় সকাল ১০;৩০ মিনিটে, সকাল ১১:৩০ মিনিটে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত প্রতিযোগিতা ও হামদ্ নাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। সভাপতির বক্তব্যে প্রধান শিক্ষক মোঃ হান্নান মিঞা নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনী আলোচনা করে সকলের উদ্দেশ্যে বলেন, আমাদের সকলের উচিৎ আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কর্মময় জীবন সম্পর্কে নতুন প্রজন্মের কাছে তুলে ধরা। তিনি বলেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মানবজাতির জন্য আল্লাহর নেয়ামত।

আলোচনা সভা শেষে মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে