কক্সবাজারের টেকনাফে সাড়ে ১০ কেজি স্বর্ণ এবং নগদ টাকাসহ দুই মিয়ানমারের নাগরিককে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে যায়যায়দিনকে এ তথ্য নিশ্চিত করেন টেকনাফ (২ বিজিবি) ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ।
তিনি জানান সোমবার রাতে টেকনাফ পৌরসভাস্থ অলিয়াবাদ এলাকায় মায়ানমার হতে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে চোরাকারবারীরা স্বর্ণের একটি বড় চালান এবং মাদকদ্রব্য লুকায়িত রেখেছে। এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে অবৈধ স্বর্ণ ও নগদ টাকা সহ আটক করা হয়।
আটককৃতরা হলেন- মিয়ানমারের মংডু সোদা পাড়া এলাকার ইউনুছের ছেলে হাফিজুর রহমান ও সুলতানের ছেলে আনোয়ার।
লেফট্যানেন্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, চোরাকারবারিরা পাচারের উদ্দেশ্যে স্বর্ণের একটি বড় চালান এক বাড়িতে লুকিয়ে রেখেছেন। ওই সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই জনকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে ৫ দশমিক ১০ কেজি স্বর্ণ ও নগদ বাংলাদেশী টাকা ৪ লাখ ৭৮ হাজার ২৪০ টাকা ও মায়ানমারে ২ লাখ ২৯ হাজার ৫০০ কিয়াত এবং ১০টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন- উদ্ধারকৃত স্বর্ণালংকার- স্বর্ণের বার, নগদ টাকা গুলো জেলা প্রশাসকের কার্যালয় (ট্রেজারী শাখায়) জমা এবং শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে স্বর্ণ চোরাচালানের দায়ে আসামিদের বিরুদ্ধে নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে।
যাযাদি/ এম