শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ২৬ আশ্বিন ১৪৩১

টঙ্গীতে মিথ্যা তথ্য অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

টঙ্গী(গাজীপুর)প্রতিনিধি
  ০১ অক্টোবর ২০২৪, ১৮:০৯
ছবি যাযাদি

বৃহত্তর টঙ্গী থানা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম কামু। গতকাল দুপুরে এরশাদনগর ওয়ার্ড বিএনপি কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করেন তিনি।

এ সময় তিনি বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ বিগত দিনে আমাদের প্রাণপ্রিয় এরশাদ নগরকে সন্ত্রাসী ও মাদক কারবারীদের অভয়ারণ্যে পরিণত করেছিলো । তাদের মাদক কারবারসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ডে এলাকাবাসী জিম্মি ছিলেন। আওয়ামী সন্ত্রাসীদের জিম্মিদশা থেকে এলাকাবাসীকে উদ্ধারের জন্য বহু সংগ্রাম করেছি। এ কারণেই আমাকে একের পর এক ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় জেলে রেখে তারা নির্বিঘ্নে বিগত দিনে এরশাদনগরে ত্রাসের রাজত্ব কায়েম করছেন।তিনি আরো বলেন ২০১৬ সাল থেকে টানা প্রায় ৯ বছর আমি স্বৈরাচার সরকারের কারাগারে বন্দী ছিলাম। সম্প্রতি আমি জামিনে জেল থেকে মুক্তিলাভ করে এরশাদনগরকে মাদক ও সন্ত্রাসমুক্ত করার ঘোষণা দিয়েছি। কিন্তু জুলাই বিপ্লবের পরাজিত শক্তি আমার বিরুদ্ধে সোশ্যাল মিডিয়া ফেসবুকে এবং একটি জাতীয় দৈনিক পত্রিকার অনলাইনে অসত্য ও ভুল তথ্য দিয়ে নানান ষড়যন্ত্র শুরু করেছে। এ সময় উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সাবেক আহ্বায়ক সদস্য মজিবর মাস্টার, সোহেল চৌধুরী,যুগ্ম সম্পাদক মিরাজ মিয়া, শাজাহান মিয়া, আলাউদ্দিন মিয়া,মনসুর মিয়া,জলিল মিয়া,জাহানারা জানু প্রমুখ।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে