লক্ষীপুরের রামগঞ্জ পৌরসভা কর্তৃপক্ষ শহরকে পরিচ্ছন্ন রাখতে আজ ১লা অক্টোবর, মঙ্গলবার সোনাপুর বাজারে দিনব্যাপী পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে। সকাল থেকেই রামগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী সোনাপুর বাজারে এই অভিযান শুরু হয়, যা শহরের পরিচ্ছন্নতা বজায় রাখতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে ধরা হচ্ছে।
রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও পৌরসভার প্রশাসক মোহাম্মদ মামুন সরেজমিনে পরিচ্ছন্নতার কাজ পরিদর্শন করেন। তিনি জানান, রামগঞ্জকে দ্রুত সময়ের মধ্যে একটি পরিচ্ছন্ন শহরে রূপান্তরিত করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। এই লক্ষ্যে সকলের সহযোগিতা অপরিহার্য বলে উল্লেখ করেন তিনি। যত্রতত্র আবর্জনা ফেলা ও অবৈধভাবে ফুটপাত দখলের বিরুদ্ধে তিনি কড়া ব্যবস্থা গ্রহণের কথাও জানান।
এসময় উপস্থিত ছিলেন রামগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দেবব্রত দাস, সোনাপুর বাজার ব্যবস্থাপনা কমিটির সাবেক সহ-সভাপতি গিয়াসউদ্দিন পলাশ, ব্যবসায়ী অপূর্ব কুমার সাহা, মনির পাটোয়ারী, সমীর রঞ্জন সাহা, মো. ইউসুফ, মজিব মোল্লা, বিমল বনিকসহ রামগঞ্জ পৌরসভার অন্যান্য কর্মকর্তা, কর্মচারী এবং সাধারণ ব্যবসায়ীবৃন্দ।
নির্বাহী অফিসার মামুন বলেন, "আমরা চাই রামগঞ্জ পরিচ্ছন্নতার দিক থেকে উদাহরণ হয়ে উঠুক। অবৈধভাবে ফুটপাত দখল ও আবর্জনা ফেলে পরিবেশের ভারসাম্য নষ্ট করলে তা সহ্য করা হবে না।"
এই উদ্যোগটি সোনাপুরের সাধারণ জনগণের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে এবং সুষ্ঠু নগর ব্যবস্থাপনায় প্রশাসনের সক্রিয় অংশগ্রহণের প্রশংসা করেছে তারা।
যাযাদি/ এসএম