শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ২১ আশ্বিন ১৪৩১

গৌরীপুরে মহানবীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
  ০২ অক্টোবর ২০২৪, ১১:৫৩
ছবি: যায়যায়দিন

হযরত মোহাম্মদ (সা.) কে নিয়ে ভারতের পুরোহিত রামগিরি মহারাজ ও বিজেপি নেতা বিধায়ক নিতিশরানের কটূত্তির প্রতিবাদে ময়মনসিংহের গৌরীপুরে মঙ্গলবার (১অক্টোবর) ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহীর উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে।

প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন গৌরীপুর ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহী’র সভাপতি মুফতি মাওলানা মো. নাযিম উদ্দিন। বক্তব্য রাখেন জামিয়া রাহমানিয়া দারুল উলুম রামগোাপালপুরের প্রধান মুফতি শায়খুল হাদিস মুফতি কামাল হুসাইন, ইত্তেফাকুল ওলামা মোমেনশাহী গৌরীপুরের সহসভাপতি হাফেজ আবুল কালাম, মাওলানা ফরিদ আহমাদ, সাধারণ সম্পাদক মাওলানা মো. বেলাল হুসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা নুরুল্লাহ, সহসাধারণ সম্পাদক মুফতি আবু যিনাদ, মাওলানা আতহার আলী, হাফেজ মাওলানা মো. খালিদ সাইফুল্লাহ, সাংগঠনিক সম্পাদক মো. জুনাইদ হুসাইন, সহ সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা মো. আইন উদ্দিন, শিক্ষা সম্পাদক মুফতি আব্দুল গণি, মাওলানা মো. যুবায়ের আহমদ, মাওলানা কামাল হুসাইন, হাফেজ আবু সাঈদ, মুফতি মুস্তাফিজুর রহমান, মাওলানা আদিলুজ্জামান রেনু, মাওলানা জামালুদ্দীন, মাওলানা মাসউদুর রহমান, মাওলানা শহীদুল্লাহ, মাওলানা আতাউর রহমান, ক্বারী রইছ উদ্দিন প্রমুখ।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে