মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ২৪ আশ্বিন ১৪৩১

দর্শনায় আমার দেশ পত্রিকার সম্পাদক মাহামুদুর রহমানের মুক্তি চেয়ে ২৪ ঘন্টার আলটিমেটাল ও মানববন্ধন

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
  ০২ অক্টোবর ২০২৪, ২০:৪৮
ছবি যাযাদি

দর্শনায় আমার দেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশকের বিরুদ্ধে হওয়া মামলা প্রত্যাহার এবং নি:শর্ত মুক্তি চেয়ে ২৪ ঘন্টার আলটিমেটাল দিযেছে দর্শনা প্রেসক্লাব, দামুড়হুদা প্রেসক্লাব ও জীবননগর উপজেলার সকল সাংবাদিকবৃন্দ ও মানববন্ধনে হুশিয়ারী দেওয়া হয়। দাবি না মানলে কঠোর আন্দোলন যাবো।

এসময় সাংবাদিকরা তাদের বক্তব্য বলেন, ফ্যাসিস্ট সরকারকে নৈতিকতার চ্যালেন্জ জানানো প্রথম ব্যাক্তি এই মাহমুদুর রহমান। তিনিই প্রথম সাংবাদিক হিসেবে ও সম্পাদক হিসেবে ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা বলেন। এ কারণে তার বিরুদ্ধে ১০৭ মিথ্যা মামলা করে। আজ বুধবার (২ অক্টোবর) বিকালে দর্শনা প্রেসক্লাব ও সাংবাদিক সমিতির আয়োজনে প্রেসক্লাবের সামনে মানববন্ধন করা হয়েছে। দর্শনা প্রেসক্লাবের সভাপতি ইকরামুল হক পিপুলের সভাপতিত্বে,এ মানববন্ধনে বক্তব্য রাখেন, দর্শনা প্রেসক্লাবের সাধারন সম্পাদক ওসমান আলী, সাবেক সভাপতি মনিরুজ্জামান ধীরু,সাবেক সভাপতি আওয়াল হোসেন, এফ এ আলমগীর হোসেন,দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি শামসুজুহা পলাশ, জীবননগর সাংবাদিক সমিতির সাবেক সভাপতি ফয়সাল মাহাতাব মানিক,দর্শনা প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক আহসান হাবীব মামুন,নজরুল ইসলাম, গণ উন্নয়ন গ্রন্থকারের পরিচালক আবু সুফিয়ান, হাসমত আলী,ইমতিয়াজ আহম্মেদ রয়েল,ফরহাদ হোসেন,ওয়াসিম রয়েল, আব্দুল হান্নান, মিলন, প্রমুখ। এ সময় দর্শনা, দামুড়হুদা, ও জীবননগর প্রেসক্লাবের সাংবাদিকরা বক্তব্য বলেন, আমারদেশ পত্রিকার সম্পাদক প্রকাশকের ২৪ ঘন্টার মধ্যে নিঃশর্ত মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান। সঞ্চালনায় দর্শনা সাংবাদিক সমিতির সাধারন সম্পাদক হানিফ মন্ডল।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে