শারদীয় দূর্গাপূজা উপলক্ষ্যে নওগাঁর নিয়ামতপুরে উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন নওগাঁ-১ আসনের বিএনপির সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা ডাঃ ছালেক চৌধুরী।
মহাসপ্তমী উপলক্ষ্যে আজ বৃহস্পতিবার (১০অক্টোবর) বিকেলে উপজেলার হাজিনগর ইউনিয়নের শিবপুর বারোয়ারী মন্দির পরিদর্শন করেন। এরপর হাজিনগর ইউনিয়ন ও ভাবিচা ইউনিয়নের বিভিন্ন মন্দির পরিদর্শন করেন।
তিনি তাঁর বক্তব্যে বলেন, বর্তমান অন্তবর্তীকালীন সরকারকে বিপদে ফেলতে একটি মহল দুর্গাপূজা উপলক্ষে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে। এলাকার সকল ধর্মের মানুষ দিনরাত এক করে হলেও ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান জানান।
যাযাদি/ এম