বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১

নিয়ামতপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন সাবেক সাংসদ ডাঃ ছালেক চৌধুরী

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি
  ১০ অক্টোবর ২০২৪, ২০:৪৪
ছবি : যায়যায়দিন

শারদীয় দূর্গাপূজা উপলক্ষ্যে নওগাঁর নিয়ামতপুরে উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন নওগাঁ-১ আসনের বিএনপির সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা ডাঃ ছালেক চৌধুরী।

মহাসপ্তমী উপলক্ষ্যে আজ বৃহস্পতিবার (১০অক্টোবর) বিকেলে উপজেলার হাজিনগর ইউনিয়নের শিবপুর বারোয়ারী মন্দির পরিদর্শন করেন। এরপর হাজিনগর ইউনিয়ন ও ভাবিচা ইউনিয়নের বিভিন্ন মন্দির পরিদর্শন করেন।

তিনি তাঁর বক্তব্যে বলেন, বর্তমান অন্তবর্তীকালীন সরকারকে বিপদে ফেলতে একটি মহল দুর্গাপূজা উপলক্ষে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে। এলাকার সকল ধর্মের মানুষ দিনরাত এক করে হলেও ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান জানান।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শামীম রেজা চৌধুরী, নব নির্বাচিত বিআরডিবি চেয়ারম্যান আব্দুর রহমান বাবু, হাজিনগর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম (ভিপি), সাবেক সিনিয়র সহ-সভাপতি আশরাফ হোসেন, সাবেক সাধারণ সম্পাদক নুরুল হুদা, বিশিষ্ট ব্যবসায়ী আল-মামুন, বদিউজ্জামান, আব্দুল মান্নান প্রমূখ।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে