বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১

গাজীপুরে পূজামণ্ডপ পরিদর্শন করেন কেন্দ্রীয় বিএনপি নেতা-রফিকুল ইসলাম বাচ্চু

গাজীপুর (সদর) প্রতিনিধি
  ১২ অক্টোবর ২০২৪, ২০:৪২
ছবি : যায়যায়দিন

গাজীপুরে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ উৎসব শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে সদর উপজেলার বিভিন্ন এলাকার বেশ কয়েকটি পূজামণ্ডপ পরিদর্শন করেন কেন্দ্রীয় বিএনপির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বাচ্চু। শনিবার (১২ অক্টোবর) সন্ধ্যায় দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে ওইসব পূজামণ্ডপ গুলো পরিদর্শন করেন।

এসময় কেন্দ্রীয় বিএনপির এই নেতা সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কুশল বিনিময় করেন। শান্তিপূর্ণ পরিবেশে পূজা অনুষ্ঠিত হওয়ায় তি‌নি সন্তোষ প্রকাশ করেন। পরে তিনি তারেক রহমানের সম্প্রীতির বাংলাদেশ গড়ার বার্তা পৌঁছে দেন হিন্দু নেতাদের কাছে। এবং শারদীয় উৎসবের শুভেচ্ছা জানান।

পূজামণ্ডপ পরিদর্শনে তার সফর সঙ্গী হিসেবে ছিলেন গাজীপুর জেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব আনোয়ার হোসেন, বেপারী, গাজীপুর জেলা ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি সোহাগ হোসেন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মাজহারুল ইসলাম।

মণ্ডপ পরিদর্শনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, গাজীপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, জেলা বিএনপির কোষাধ্যক্ষ ইসলাম উদ্দিন, গাজীপুর সদর উপজেলা বিএনপির সভাপতি আবু তাহের মুসুল্লি, মির্জাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফজলুল হক মুসুল্লি, সাধারণ সম্পাদক বদিউজ্জামাল বাদল, সাবেক বৃহত্তর মির্জাপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক এমদাদুল হক মুসুল্লি, জেলা যুবদলের আহ্বায়ক সদস্য রমজান আলী, উপজেলা যুবদলের সদস্য সচিব এমারত হোসেন, উপজেলা সেচ্ছাসেবক দলের সভাপতি আসাদুজ্জামান আসাদ, সাধারণ সম্পাদক ইউনুস আলী নছ মিয়াসহ জেলা, উপজেলা, ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে