লক্ষ্মীপুরের মেঘনা ক্লাসিক নামক একটি বাসের গ্যাস সিলিন্ডারে গ্যাস রিফিলের সময় সিলিন্ডারের ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়েছে। পরে একজন মারা যান বলে জানান সদর থানার ওসি আব্দুল মনাফ। আহত হয়েছে ১৪ জন। তাদের অবস্থা আশঙ্কা জনক।
নিহতরা হলেন মো. হৃদয় (১৯), মো. ইউসুফ (৩২) ও সুজন (২৫)। বাকি একজনের পরিচয় জানা যায়নি।
হৃদয় লক্ষ্মীপুর পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের রাজিবপুর গ্রামের সিরাজের ছেলে। সে পেশায় মোটর মেকানিক। ইউসুফ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের মধ্য বাঞ্চানগর গ্রামের সুজা মিয়ার ছেলে ও সুজন সদর উপজেলার চরমনসা গ্রামের বটু মিয়ার ছেলে।
জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জয়নাল আবেদীন আহত এবং নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, তিনজনকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে।
লক্ষ্মীপুর সদর হসপিটালের জরুরী বিভাগের ডাক্তার জয়নাল হোসেন জানা লন ১৪ জন আহত হয়ে হাসপাতলে জরুরী বিভাগে চিকিৎসা নিয়েছে।
আহতদের লক্ষ্মীপুর ও ঢাকার বিভিন্ন হাসপাতালে রেফার করা হয়েছে।
যাযাদি/ এস