গ্রীন বাংলাদেশ ক্লিন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তাড়াসে যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের উদ্যোগে ডাস্টবিন স্থাপন

প্রকাশ | ২৯ অক্টোবর ২০২৪, ১৬:০৬

তাড়াশ ( সিরাজগঞ্জ) প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

গ্রীন বাংলাদেশ, ক্লিন বাংলাদেশ, সবুজ বাংলাদেশ, পরিচ্ছন্ন বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে তাড়াশ উপজেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান ও স্কুল কলেজে পরিচ্ছন্ন রাখা ও থাকার জন্য ছাত্র ছাত্রীদের উদ্ভুদ্ধ করার মাধ্যমে ডাষ্টবিন স্থাপন  করা হয়েছে।

মঙ্গলবার তাড়াশ উপজেলা চত্বরে সকাল উপজেলা নির্বাহী অফিসার সুইসিং মং মারমার উপস্থিতিতে  ডাষ্টবিন স্থাপন করা হয়। এ সময়  উপস্থিত ছিলেন যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের আহ্বায়ক ও ভিলেজ ভিশন বাংলাদেশের পরিচালক শরিফ খন্দকার,  উপদেষ্টা ও বিশিষ্ট সমাজ সেবক জনাব সাইফুলকপ ইসলাম, যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের সদস্য  মাসুম বিল্লাহ, তাইবুর খন্দকার, মেহেদী হাসান,তুহিন,বিলকিস, সাকিল আহমেদ প্রমুখ।  

যাযাদি/এসএস