জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে নাটোরের সিংড়ায় রক্তদান কর্মসূচী ও আলোচনা সভার আয়োজন করেছে উপজেলা ও পৌর যুবদল।
গত বুধবার বেলা ১১টায় পৌর কনফারেন্স রুমে এ কর্মসূচির উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক অধ্যক্ষ মো. আনোয়ারুল ইসলাম আনু।
রক্তদান কর্মসূচিতে স্বেচ্ছায় রক্তদান করেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. নুরুজ্জামান।
এরপর আলোচনা সভায় উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতাউল গণি পলাশ এর সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক আপেল মাহমুদ এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহাদৎ হোসেন, যুগ্ম আহ্বায়ক শারফুল ইসলাম বুলবুল, যুগ্ম আহ্বায়ক শামীম হোসেন, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন, যুগ্ম আহ্বায়ক মহিদুল ইসলাম, বিএনপি নেতা রফিকুল ইসলাম বুলেট, সাইদুর রহমান সাধু, শরিফুল হাসান মৃধা, রেজাউল করিম বাবলু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কাফী, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাহাদত হোসেন মিন্টু, পৌর ছাত্রদলের আহ্বায়ক মুক্তার হোসেন প্রমুখ।
যাযাদি/এআর