গোসাইরহাটে গলায় ফাঁস দিয়ে বৃদ্ধের আত্মহত্যা

প্রকাশ | ৩১ অক্টোবর ২০২৪, ১৪:১০

গোসাইরহাট (শরীয়তপুর) প্রতিনিধি
ছবি: সংগৃহীত

শরীয়তপুরের গোসাইরহাটে গলায় ফাঁস দিয়ে সিরাজ মিয়া (৬৯), নামে এক বৃদ্ধ আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার ভোরে গোসাইরহাট পৌরসভার এলাকার ১নং ওয়ার্ডের বিনটিয়া গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত ব্যাক্তি হলেন, উপজেলার বিনটিয়া গ্রামের মৃত ডেঙ্গর মৌশালের ছেলে সিরাজ মিয়া, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় পুলিশ।

জানা গেছে, সিরাজ মিয়া পেশায় একজন ভ্যান চালক ছিলেন ঋণের কারনে ১মাস  আগে ভ্যান গাড়ি বিক্রি করে দেন। তাই এখন বেকার অবস্থায় দিন কাটাচ্ছেন এরকম পরিস্থিতে ইনকাম না থাকা এবং নতুন ভ্যান ক্রয় করতে টাকা না পেয়ে দিশেহারা হয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। গত বুধবার দিবাগত রাতের খাবার খেয়ে স্ত্রীকে পাশের ঘরে রেখে। ঘুমাতে যান সিরাজ মিয়া সকালে বাড়ির সবাই ঘুম থেকে ওঠার পর তার কোনো সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে স্বজনরা সিরাজ মিয়াকে গলায় রশি পেঁচানো ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গোসাইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাকসুদ আলম জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় তার পরিবার কতৃক অপমৃত্যুর মামলা দায়ের করেছেন।

যাযাদি/এআর