শিবচরে জেজেডি ফ্রেন্ডস ফোরাম উদ্যোগে ইউএনওকে বিদায় সংবর্ধনা
প্রকাশ | ৩১ অক্টোবর ২০২৪, ১৫:৩১
মাদারীপুর জেলার শিবচর উপজেলায় যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম শিবচর শাখার উদ্যোগে ইউএনও আবদুল্লাহ আল মামুনকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুর ১২ টায় নির্বাহী অফিসারের কার্যালয়ে বিদায়ী ইউএনও ও গোপালগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদোন্নতি প্রাপ্ত আবদুল্লাহ আল মামুনের হাতে বিদায় সম্মাননা স্মারক তুলে দেন যায়যায়দিন পত্রিকার প্রতিনিধি এস.এম. দেলোয়ার হোসাইন ও সংগঠনের শিবচর শাখার নেতৃবৃন্দরা।
এসময় উপস্থিত ছিলেন, যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম শিবচর শাখার উপদেষ্টা আবুল খায়ের খান, আহ্বায়ক মো. সিরাজুল ইসলাম, শিবচর উপজেলা একাডেমিক সুপারভাইজার আসাদুর রহমান, জেজেডি ফ্রেন্ডস ফোরাম শিবচর শাখার যুগ্ম আহ্বায়ক আশরাফুল আলম মুকুল, সদস্য সচিব শাহ আলম মিয়া, সদস্য আব্দুল আজিজ, এমএ শিকদার প্রমুখ।
এসময় প্রত্যেকে ইউএনও ও তাঁর পরিবারের কল্যাণ, সুস্থতা, দীর্ঘজীবন ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।
জানা গেছে, ইউএনও আব্দুল্লাহ আল মামুন শিবচর উপজেলায় ২০২৩ সালের ১৪ ডিসেম্বর যোগদানের পর হতে উপজেলার শিক্ষা, সংস্কৃতি, ঐতিহ্য, ক্রীড়া সহ প্রতিটি ক্ষেত্রে উদ্ভাবনী উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন করেছেন।
সম্প্রতি জারী হওয়া তার বদলির আদেশে উপজেলার সর্বস্তরের জনগণ একজন সৃজনশীল, চৌকস ও জনবান্ধব ইউএনওকে হারানোই দুঃখ প্রকাশ করছেন। চায়ের টেবিল থেকে শুরু করে সব জায়গায় মূল আলোচনা ইউএনও মামুন আর কিছুদিন এ উপজেলায় থাকলে শিবচর আরো অনেক উন্নতি হতো।
যাযাদি/এসএস