আড়াইহাজারে লুটপাটের মামলায় সাবেক পৌর কাউন্সিলর গ্রেফতার

প্রকাশ | ৩১ অক্টোবর ২০২৪, ১৫:৩৫

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

নারায়ণগঞ্জের আড়াইহাজারে পৌর কাউন্সিলর অহিজউদ্দিন (৬০) কে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে তার নিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত অহিজউদ্দিন আড়াইহাজর  পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং মৌজ্জাকান্দা এলাকার মৃত হাজী ইসমাইলের পুত্র।

আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন জানান, তাকে ২৭ আগস্ট দায়েরকৃত  উপজেলার পাচরুখি এলাকার একটি লুটপাটের মামলার তালিকাভুক্ত আসামি হিসাবে গ্রেপ্তার করে বুধবার নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

আসসালামুয়ালাইকুম স্যার। আড়াইহাজার থানার মামলা নং- ১২ তারিখ- ২৭/০৮/২৪ এর এজাহার নামীয় গ্রেফতার কৃত আসামি ১/ অহিজ উদ্দিন পিং- মৃত হাজী ঈসমাইল সাং- মৌজার কান্না, কৃষ্ণপুরা, থানা-আড়াইহাজার, জেলা- নারায়ণগঞ্জ কে পুলিশ প্রহরায় কোর্টে প্রেরণ করা হয়েছে।

যাযাদি/এসএস