তারেক রহমানের সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সৈয়দপুরে বিএনপি’র বিক্ষোভ
প্রকাশ | ৩১ অক্টোবর ২০২৪, ১৫:৪২
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে সকল ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে নীলফামারীর সৈয়দপুরে বিএনপি’ পৌর শাখার উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শুরু হয়ে শহর প্রদক্ষিণ করে বিএনপি’ সৈয়দপুর রাজনৈতিক জেলা কার্যালয়ে এসে এক সমাবেশ করেছে। বিএনপি’ পৌর শাখার সভাপতি আলহাজ্ব রশিদুল হক সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’ সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখার সভাপতি অধ্যক্ষ আলহাজ্ব আবদুল গফুর সরকার। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন যথাক্রমে বিএনপি’ সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখার সাধারণ সম্পাদক শাহীন আকতার ও সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন প্রামাণিক প্রমূখ।
বিএনপি’ পৌর শাখার সাধারন সম্পাদক শেখ বাবলুর পরিচালনায় অনুষ্ঠিত এ কর্মসূচীতে বিএনপি’ পৌর শাখার সহ-সভাপতি শাহীন আকতার, যুগ্ম-সাধারণ সম্পাদক, আবদুর রাশেদ বাবু, কোষ্যাধক্ষ গোলাপ, সোহেল, মাহবুব, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোতালেব হোসেনসহ পৌর শাখার নেতা-কর্মিরা উপস্থিত ছিলেন।