ফেনীর দাগনভূঞা উপজেলার পৌর এলাকায় যৌথ অভিযানে মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (৩০ অক্টোবর) দাগনভূঞা উপজেলাধীন বেদে পল্লীতে যৌথ অভিযান পরিচালিত হয়। সেনাবাহিনী ক্যাম্পের ক্যাপ্টেন মোঃ শাহরিয়ার সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।
ক্যাপ্টেন মোঃ শাহরিয়ার জানান, গত বুধবার রাত সাড়ে ১০ টায় দাগনভূঞা পৌর এলাকার পৌরসভার গেইট সংলগ্ন দিঘির পাড়ের বেদে পল্লীতে সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে এই যৌথ অভিযান পরিচালিত হয়। এই অভিযানে সেনাবাহিনী ও পুলিশের একাধিক দল অংশগ্রহণ করে। মাদক সিন্ডিকেট ও প্রভাবশালীদের ভয়ে নিরাপত্তাহীনতায় থাকা দাগনভূঞাবাসীর জীবনে স্বস্তি আনতে যৌথ বাহিনীর এ অভিযান সুপরিকল্পিতভাবে পরিচালিত হয়। এই অভিযানে বেদে পল্লীতে থাকা মৃত মোঃ হারিছ এর ছেলে মুক্তার হোসেন (৩৫) ওরপে গেদাকে গ্রেপ্তার করে সেনাবাহিনীর টিম। এ সময় ৪-৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
ক্যাপ্টেন মোঃ শাহরিয়ার আরও জানায়, সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পাওয়ার পর থেকে সারা দেশের ন্যায় দাগনভূঞা উপজেলার বিভিন্ন স্পট অভিযান পরিচালনা করা হচ্ছে। সাংবাদিকদের উপস্থিতিতে বুধবার (৩০ অক্টোবর) পৌর এলাকা থেকে মাদক দ্রব্য উদ্ধার হয়। সন্ত্রাস দমন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সেনাবাহিনীর কঠোর অবস্থান অব্যাহত থাকবে। গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আসামী গেদাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
সম্প্রতি উপজেলার বিভিন্ন স্থানে মাদক কেনা-বেচা বেড়ে গেছে। এমন পরিস্থিতিতে মাদকমুক্ত করার দাবিতে এলাকাবাসী অনেকবার এই মাদক সিন্ডিকেটের বিরুদ্ধে অভিযোগ দেন। এমন অবস্থার জন্য তাঁরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দায়ী করেন। আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান অগ্রগতির জন্য তাঁরা সেনাবাহিনীকেও অভিযোগ দেন। এরপর রাতেই যৌথ বাহিনীর অভিযানে মাদক উদ্বার ও আসামীকে গ্রেপ্তার করা হয়েছে।