মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪, ২৭ কার্তিক ১৪৩১

আড়াইহাজারে রোপা আমনে লক্ষ্যমাত্রা থেকে ৬০ হেক্টর জমির ফসল ঘাটতির আশঙ্কা

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
  ৩১ অক্টোবর ২০২৪, ১৬:৩৩
ছবি: যায়যায়দিন

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় গত এক মাসের ঝড় তুফান ও ভারী বৃষ্টির কারণে রোপা আমন ধানের ব্যাপক ক্ষতি হয়েছে. কোথাও কোথাও ধানের চারা নুয়ে পড়ে মাটি ও কাঁদার সাথে মিশে গেছে. আবার কোথাও কোথাও ধানের চারা একেবারে উঠে গেছে. ফলে আমন ধানের ফলনে ঘাটতির শংকা দেখা দিয়েছে।

বৃহস্পতিবার উপজেলার হাইজাদী ও ফতেপুর ইউনিয়নের বেশ কয়েকটি এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে।

এলাকাবাসী জানায়, গত এক মাসের মধ্যে টানা ভারী বৃষ্টি ও ঝড় তুফান ছিল বেশিরভাগ সময়ে। ফলে রোপা আমন ধানের জমি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে. তাই এবছর রোপা আমন ধানের ফলন ভালো হবে না. কৃষকদের লাভবান হওয়ার সম্ভাবনা কম।

এ ব্যাপারে আড়াইহাজার উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদুল হাসান ফারুকী জানান, ঝড় বৃষ্টি ও ভারী বর্ষণের কারণে ৬০ হেক্টর জমির রোপা আমন ধানের চারা নষ্ট হয়েছে. তিনি জানান, এবছর রোপা আমন ধানের চাষাবাদের লক্ষ্যমাত্রা ছিল ২২০০ হেক্টর জমিতে. কিন্তু ঝড় বৃষ্টি ও ভারি বর্ষণের কারণে ৬০ হেক্টর জমির ফসল নষ্ট হওয়ায় তা ২১৪০ হেক্টরে দাঁড়িয়েছে।

তিনি আরো জানান, ক্ষতিগ্রস্ত কৃষকেরা যাতে তাদের ক্ষতি পুষিয়ে নিতে পারে সেই জন্য ৬০০ জন কৃষককে বিভিন্ন প্রকারের সবজির বীজ প্রদান করা হবে।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে