কটিয়াদীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কার্যালয় উদ্বোধন

প্রকাশ | ৩১ অক্টোবর ২০২৪, ১৬:৫৪

কটিয়াদী ( কিশোরগঞ্জ )প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

কিশোরগঞ্জের কটিয়াদীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর উপজেলা কার্যালয় উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলা সদরের মঠখোলা সড়কের পাশে ভোগপাড়ায় কার্যালয় উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা ও প্রীতি ভোজের আয়োজন করা হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কটিয়াদী উপজেলা শাখার সভাপতি মুফতি বরকত হোসাইনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল কাদির বকুলের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কিশোরগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মুফতি মো. শরিফুল ইসলাম, জেলা উলামা মাশায়েখ পরিষদের সভাপতি মুফতি কফিল উদ্দিন , কটিয়াদী প্রেসক্লাবের আহ্বায়ক ফজলুল হক জোয়ারদার আলমগীর, কটিয়াদী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বদরুল আলম নাঈম, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আচমিতা ইউনিয়নের সাধারণ সম্পাদক মাওলানা নাছির উদ্দিন, লোহাজুরী কওমী মাদ্রাসার মুহতামিম মুফতি আব্দুর রশিদ ওয়াহেদী , মাওলানা কামাল উদ্দিন প্রমুখ।

যাযাদি/এসএস