বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১

বরিশালে র‌্যাবের অভিযানে বিলুপ্ত প্রজাতির কচ্ছপ উদ্ধার 

বরিশাল অফিস
  ৩১ অক্টোবর ২০২৪, ১৭:১৫
ছবি : যায়যায়দিন

বরিশাল-ভোলা সড়ক থেকে বিলুপ্ত প্রজাতির চার বস্তা কচ্ছপ উদ্ধার করেছে র‌্যাব-৮। এসময় অভিযানে কচ্ছপ বিক্রির সাথে জড়িত দুইজনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকালে এ অভিযান চালানো হয়।

র‌্যাব-৮ এর বরিশার সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ভোলা-বরিশাল সড়ক পথে বিআরটিসি গাড়ীতে করে বিপুল পরিমাণ কচ্ছপ অবৈধভাবে বিক্রির জন্য বহন করা হচ্ছে।

এ সংবাদের ভিত্তিতে র‌্যাব-৮ এর সদর কোম্পানীর একটি আভিযানিক দল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে মেট্রোপলিটন বন্দর থানাধীন লাহারহাট ফেরিঘাট এলাকায় অভিযান পরিচালনা করে।

এসময় বিআরটিসি (ঢাকা মেট্রো-ব-১১-১৯৮৮) বাসটিতে তল্লাশী চালিয়ে চারটি বস্তায় থাকা বিলুপ্ত প্রজাতির ২২২ টি কচ্ছপ উদ্ধার করা হয়। যার ওজন ১৬০ কেজি। ঘটনার সাথে জড়িত বাসের সুপাভাইজার মোঃ ফয়সাল ও সহকারী মোঃ সজিব শেখকে আটক করে র‌্যাব।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বন্য প্রাণী সংরক্ষণ অধিদপ্তর বরিশাল সদর রেঞ্জ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে