পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়কে দু’ধারের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান
প্রকাশ | ৩১ অক্টোবর ২০২৪, ১৭:১৯
পঞ্চগড়-বাংলাবান্ধা জাতীয় মহাসড়কের দু’ধারের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছে পঞ্চগড় সড়ক বিভাগ। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত সদর উপজেলার জগদল বাজার থেকে শুরু করে পঞ্চগড় জেলা শহর পর্যন্ত পর্যন্ত প্রায় ছয় কিলোমিটার মহাসড়কের দু’ধারের শতাধিক অবৈধ স্থাপনা বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয় তারা।
পঞ্চগড় জেলা প্রশাসনের সহায়তায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানের সময় পঞ্চগড় সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহন মিনজি, সড়ক ও জনপথ বিভাগের পঞ্চগড় কার্যালয়ের উপ বিভাগীয় প্রকৌশলী মোতাহার আলীসহ কর্মকর্তা-কর্মচারী ও থানা পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
সড়ক ও জনপথ বিভাগের পঞ্চগড় কার্যালয়ের উপ বিভাগীয় প্রকৌশলী মোতাহার আলী বলেন, পঞ্চগড়-বাংলাবান্ধা মহসড়কের পাশে গড়ে ওঠা পাকা-আধাপাকা ও কাঠের তৈরি কয়েক শতাধিক অবৈধ স্থাপনা রয়েছে। এ সকল স্থাপনাা সরাতে কয়েকদিন ধরে নোটিশসহ মাইকিং করা হয়েছে। এরই মধ্যে কেউ কেউ তাদের স্থাপনা সরিয়ে নিয়েছে। আর যারা নির্দেশনা মানেন নি, তাদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে। আজ উচ্ছেদ অভিযান শুরু করা হল। পর্যায়ক্রমে এই মহাসড়কের দু’পাশে বাকি অবৈধ স্থাপনা সরানে অভিযান পরিচালনা করা হবে।
পঞ্চগড় সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহন মিনজি বলেন, জেলা প্রশাসকের নির্দেশে বৃহস্পতিবার সকাল থেকে জগদল বাজার, ব্যারিস্টার বাজারসহ শহরে এই অভিযান পরিচালনা করা হয়। এতে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
যাযাদি/ এম