সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবি কর্তৃক ১ কোটি ৩৪ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক
প্রকাশ | ৩১ অক্টোবর ২০২৪, ১৮:৩৩

৩০-৩১ অক্টোবর ২০২৪ তারিখ গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর দায়িত্বাধীন সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে ভারতীয় ২০৪ পিস শাড়ী, ১৮০০ পিস সানগ্লাস, ৬৩০ পিস নিভিয়া সফট ক্রিম, ৩১ কেজি সার্ফ এক্সেল ৯৬ বোতল মদ, ০৩ টি মোটরসাইকেল, বাংলাদেশী রসুন ২২০০ কেজি এবং অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকা ১২ টিসহ অন্যান্য ভারতীয় পণ্য আটক করে। যার আনুমানিক সিজার মূল্য-১,৩৪,৪১,৫০০.০০ (এক কোটি চৌত্রিশ লক্ষ একচল্লিশ হাজার পাঁচশত) টাকা।
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ হাফিজুর রহমান, পিএসসি বলেন, উর্ধ্বতন সদরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি'র আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে চোরাচালানী মালামাল জব্দ করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
যাযাদি/এসএস