শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১

মান্দায় জাতীয় যুব দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মান্দা (নওগাঁ) প্রতিনিধি
  ০১ নভেম্বর ২০২৪, ২১:৩৫
ছবি: যায়যায়দিন

“দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর মান্দায় জাতীয় যুব দিবস পালিত হয়েছে।

শুক্রবার (০১ নভেম্বর) দিবসটি উপলক্ষ্যে যুব র‌্যালি, আলোচনা সভা, যুব ঋণের চেক, প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র এবং যাতায়াতভাতা বিতরণ করা হয়।

এদিন সকালে উপজেলা প্রসাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর মান্দা, নওগাঁ’র আয়োজনে দিবসটি উপলক্ষ্যে উপজেলা পরিষদ চত্বরে থেকে একটি যুব র‌্যালি অনুষ্ঠিত হয়।

এরপর উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা দুরুল হোদা’র সভাপতিত্বে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন (ইউএনও) লায়লা আঞ্জুমান বানু।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর রহমান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা নুরুজ্জামান।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, নারী উদ্যোক্তা ও মান্দা উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান আসমা খাতুন,খামরী নূরনবী এবং প্রতিবন্ধীদের সংগঠনের নেতা সোহেল রানা প্রমূখ।

এসময় উপস্থিত ছিলেন, সাংবাদিক মাহবুবুজ্জামান সেতু ও যুব উন্নয়ন অধিদপ্তর যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ‘ইমপ্যাক্ট-৩য় পর্যায়’প্রকল্পের কমিউনিটি সুপারভাইজার লুৎফর রহমান প্রমূখ।

শেষে রাজস্ব খাতের আওতায় ৬ জন যুব কে বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের জন্য ৫ লাখ ৯০ হাজার টাকার ঋণের চেক ও প্রশিক্ষণার্থীর মাঝে সনদপত্র প্রদান করা হয়। অপরদিকে ইমপ্যাক্ট প্রকল্পের ঋণ সহায়তা তহবিল থেকে খামার সম্প্রসারণ ও বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনের জন্য ১০ জন ঋণীর মাঝে ১৭ লাখ টাকা ঋণ প্রদান করা হয়।

এছাড়াও একজন আত্মকর্মীর পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। এর আগে আলোচনা সভার শুরুতে যুব উন্নয়ন অধিদপ্তর যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নির্দেশনা মেতাবেক সকল যুবকে শপথবাক্য পাঠ করানো হয়।

যাযাদি/ এআর

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে