শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১

নকলায় জাতীয় যুব দিবস পালিত

নকলা (শেরপুর) প্রতিনিধি
  ০২ নভেম্বর ২০২৪, ০৯:৩০
আপডেট  : ০২ নভেম্বর ২০২৪, ০৯:৩৪
ছবি: যায়যায়দিন

"দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ" এই প্রতিপাদ্যে সারা দেশের ন্যায় শেরপুরের নকলায় জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা, যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ সভা কক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. হামিদুর রহমানের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপ জন মিত্র। এসময় নকলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাবিবুর রহমান, যুব উদ্যেক্তা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্ধ, যায়যায়দিনের সাংবাদিক শফিউল আলম লাভলুসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে প্রশিক্ষনপ্রাপ্ত বিভিন্ন উদ্যেক্তা ও যুবকদের মাঝে ঋণের চেক ও সনদপত্র বিতরণ করা হয়।

যাযাদি/ এআর

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে