লালপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত

প্রকাশ | ০৩ নভেম্বর ২০২৪, ১০:৫৬

লালপুর (নাটোর) প্রতিনিধি
প্রতিকী ছবি

নাটোরের লালপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে। রবিবার (৩ নভেম্বর) সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার আজিম নগর রেল স্টেশনের পশ্চামংশের সিগনালের (বিহারি পাড়া রেলগেট) কাছে এ ঘটনা ঘটে।

জানা যায়, সকালে রাজশাহী থেকে ছেড়ে আসা খুলনাগামী আন্তনগর সাগরদাঁড়ি ট্রেনটি ওই স্থানে পৌছালে তাতে কাটা পড়ে অজ্ঞাত ওই নারীর মৃত্যু হয়।

পরে খবর পেয়ে এলাকার লোকজন সেখানে পৌছালেও কেউ তাকে চিনতে পারেনি। এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশ ঘটনাস্থলেই ছিল।

 

যাযাদি/ এস