শাজাহানপুরে ধর্মীয় অনুভুতিতে আঘাত, যুবউন্নয়ন কর্মকর্তাকে শোকজ

প্রকাশ | ০৩ নভেম্বর ২০২৪, ১৯:০৬

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

বগুড়ার শাজাহানপুরে ধর্মীয় অনুভুতিতে আঘাত দেয়ার অভিযোগে উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা শাহজাহান রেজাকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে উপজেলা প্রশাসন।

রবিবার ৩ নভেম্বর উপজেলা প্রশাসনিক কর্মকর্তা শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। উপজেলা নির্বাহী অফিসার মুহসিয়া তাবাসসুম স্বাক্ষরিত ঐ চিঠিতে আগামী তিন কর্মদিবসের মধ্যে স্পষ্ট কারণ উল্লেখ করে শোকজের জবাব দিতে বলা হয়েছে।

জানাগেছে, তিনদিন আগে অভিযুক্ত উপজেলা যুবউন্নয়ন অফিসার শাহজাহান রেজা তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে / সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসলাম ধর্মের "আলহামদুলিল্লাহ" শব্দ সম্পর্কে আপত্তিকর পোস্ট/মন্তব্য  করেন। তিনি তার ফেসবুক পোস্টে উল্লেখ করেন "ইদানিং সবচেয়ে ভয়ংকর শব্দ আলহামদুলিল্লাহ"। মন্তব্যটি জানাজানি হলে উপজেলা ধর্মপ্রিয় মুসলমান, এলাকাবাসী ও শিক্ষার্থীদের মাঝে তুমুল ঝড় উঠে।  সমালোচিত ও বিতর্কিত হন যুব উন্নয়ন  কর্মকর্তা শাজাহান রেজা। একপর্যায়ে  শাস্তির দাবি করেন তারা।এরপর তোপের মুখে  সেই বিতর্কিত যুব কর্মকর্তা ঐ পোস্ট ডিলিট করে ক্ষমা প্রার্থনা করেন।

এদিকে বিষয়টি সম্পর্কে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহসিয়া তাবাসসুমের নিকট জানতে চাইলে তিনি বলেন,ধর্মীয় অনুভুতিতে আঘাতজনিত কারণ ও চাকরি বিধি বহির্ভূত কর্মকান্ডের অভিযোগে উপজেলা যুবউন্নয়ন অফিসার শাহজাহান রেজাকে কারণ দর্শানোর (শোকজ) চিঠি দেওয়া হয়েছে। জবাব পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

যাযাদি/এসএস