অবশেষে গত ২০ বছর পর শেরপুরে জেলা বিএনপির কমিটি বিলুপ্ত করে ৩ সদস্যবিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে সদ্য কমিটিতে আলহাজ্ব মো. হযরত আলীকে আহ্বায়ক, সিনিয়র সহ-সভাপতি এ্যাডভোকেট মো. সিরাজুল ইসলামকে সদস্য সচিব ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল চৌধুরীকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। ৪ নভেম্বর সোমবার বিকেলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
এর আগে ৩ নভেম্বর রবিবার রাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ওই কমিটির অনুমোদন দেন।
সোমবার বিকেলে জেলা বিএনপির নবনির্বাচিত আহবায়ক আলহাজ্ব মো. হযরত আলী শহরের মাধবপুরস্থ তার বাসায় এক সংবাদ সম্মেলনে বলেন, দেশনায়ক তারেক রহমান দলকে এগিয়ে নিতে আমাকে আহবায়কের দায়িত্ব দিয়েছেন। তার নির্দেশনায় আমি সবাইকে সাথে নিয়ে শেরপুর জেলার উন্নয়নে ও দলকে সুসংগঠিত করতে কাজ করে যাব।
ওইসময় নবগঠিত আহবায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক আব্দুল আওয়াল চৌধুরী, সদস্য সচিব এ্যাডভোকেট মো. সিরাজুল ইসলামসহ দলীয় নেতৃবৃন্দ ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
এদিকে জেলা বিএনপির নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে তাৎক্ষণিক শহরে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে বিএনপির বিভিন্ন সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
উল্লেখ্য, আহবায়ক কমিটিতে স্থান হয়নি সদ্য বিলুপ্ত কমিটির সভাপতি, সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেলের।
যাযাদি/এসএস