শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১

মুরাদনগরে ৭০ টাকার জন্য কিশোর হত্যা

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি
  ০৬ নভেম্বর ২০২৪, ১৯:৩০
ছবি: যায়যায়দিন

কুমিল্লার মুরাদনগরে মাত্র ৭০ টাকার জন্য রাস্তা থেকে তুলে নিয়ে সাইদুল ইসলাম (১৪) নামের এক কিশোরকে পিটিয়ে হত্যা করেন তাঁরই প্রতিবেশী ঘাতক লিমন (১৯)। নিহত সাইদুল উপজেলার সদর ইউনিয়নের ঘোড়াশাল গ্রামের সাদেক মিয়ার ছেলে। ঘাতক লিমন একই এলাকার আব্দুল করিম মিয়ার ছেলে।

সোমবার (৪ নভেম্বর) নিহতের অভিভাবক হিসেবে ( নানা) আঃ মালেক বাদী হয়ে মুরাদনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় ১৫ দিন পূর্বে নিহত সাইদুল ইসলাম পাশের বাড়ির লিমনের কাছ থেকে ৭০ টাকা হওলাত নেয়। সাইদুল ইসলাম খুবই দরিদ্র পরিবারের সন্তান। যথা সময়ে হাওলাত টাকা পরিশোধ করতে না পারায় গত বৃহস্পতিবার দুপুরে বাড়ীর সামনে সড়ক থেকে সাইদুলকে ঘাতক লিমন ধরে বাড়ির ভিতর নিয়ে যায়। এসময় ঘাতক ও তার আত্মীয়-স্বজনের সামনে সাইদুল ইসলামকে এলোপাতাড়ি মাথায় পিটিয়ে মারাত্মক রক্তাক্ত জখন করে। পরে বাড়ি থেকে রক্তাক্ত অবস্থায় সাইদুল ইসলামকে রাস্তার পাশে ফেলে রেখে চলে যায়,সেখান থেকে আত্মীয়-স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যান অবস্থার অবনতি হলে সেখান থেকে তাকে ঢাকা একটি হাসপাতালে ভর্তি করানো হয় তিন দিন চিকিৎসাধীন থাকার পর গত রবিবার সাইদুল ইসলাম মারা যায়।

নিহতের নানা আঃ মালেক অশ্রুসিক্ত কণ্ঠে জানান, " আমার মেয়ের ঘরের নাতি সাইদুল। সে জন্মের ৩ দিনের মাথায় তাঁর 'মা' মারা যায়।

তাকে আমরাই এ পর্যন্ত লালন পালন করে বড় করেছি। তার বাবা দিনমজুর। দ্বিতীয় বিয়ে করে সংসার নিয়ে খুব কষ্টে চলে।

সাইদুল ইসলাম মুরাদনগর কনিকা টেইলার্সে কাজ করতো। ৩১ অক্টোবর বৃহস্পতিবার সকালে টেইলার্সের দোকান থেকে ঘোড়াশাল নীজ বাড়িতে যায়। বাড়ি থেকে আসার সময় রাস্তার ওপর থেকে তাঁকে ৭০ টাকা পাওনা আদায়ের জন্য টেনে হেঁচড়ে তুলে নেয় লিমন। এসময় পাশেই দাঁড়িয়ে ছিলো লিমনের দুই জেঠা। তাঁদের সামনেই আমার 'মা' মরা নাতিকে পিটিয়ে মাথা থেতলে রাস্তায় ফেলে রাখেন। খবর পেয়ে আমরা তাঁকে হাসপাতালে নিয়ে যাই। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সাইদুল মারা যায়। আমি এই খুনিদের উপর্যুক্ত শাস্তি দাবী করছি।

এলাকাবাসী জানায়, সাইদুল খুবই ভালো ছেলে। ছোট থেকে অনেক অভাব অনটনের মধ্যে বেড়ে উঠেছে । সে মুরাদনগর টেইলার্সের দোকানে কাজ থাকত। মাত্র ৭০ টাকার জন্য এ ছেলেপিকে পিটিয়ে হত্যা করেছে আমরা এই হত্যাকান্ডের বিচার চাই।

মুরাদনগর থানার ওসি মোঃ মাহবুবুল হক বলেন,নিহতের নানা বাদী হয়ে তিনজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। আসামিদেরকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে।দ্রুত দ্রুত আসামিদেরকে গ্রেফতার করা হবে।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে