শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১

সখীপুরে শিক্ষক নূরুল ইসলামের আত্মহত্যায় প্ররোচনাকারীদের গ্রেপ্তার ও বিচার দাবিতে মানববন্ধন

সখীপুর(টাঙ্গাইল)প্রতিনিধি
  ০৬ নভেম্বর ২০২৪, ১৯:৪০
ছবি: যায়যায়দিন

সখীপুরে শিক্ষক নূরুল ইসলামের আত্মহত্যায় প্ররোচনাকারীদের গ্রেপ্তার ও বিচার দাবিতে মানববন্ধন করেছেন উপজেলা প্রাথমিক শিক্ষক পরিবার। বুধবার (৬ নভেম্বর) বিকেলে সখীপুর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন করা হয়। মানববন্ধনে উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক,শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন।

মানববন্ধনে সংগঠনের নেতৃবৃন্দ নূরুল ইসলামের আত্মহত্যায় প্ররোচনাকারীদের ৭২ ঘন্টার মধ্যে গ্রেপ্তারের জন্য আল্টিমেটাম দেন।

এসময়ের মধ্যে চিহ্নিত আসামিদের গ্রেপ্তার করা না হলে থানা ঘেরাও কর্মসূচিও ঘোষণা দেন তারা। উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি খুরশীদ জাহান হকের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন, নির্বাহী সভাপতি মোশারফ হোসেন, আব্দুর রাজ্জাক টিটু, সাবেক সভাপতি জাহানারা খানম, প্রধান শিক্ষক আনোয়ার হোসেন দুলাল, শামীম আল মামুন, ইসমাইল হোসেন, মিজানুর রহমান, রুবেল রহমান, আনোয়ার কবির প্রমুখ।

গত মঙ্গলবার (৫ নভেম্বর) ভোরে দারিপাকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নূরুল ইসলাম নিজ ঘরে আঁড়ার সঙে ঝুলে আত্মহত্যা করেন।

এদিকে গত সোমবার দুপুরে ওই শিক্ষকের ছবি দিয়ে ফেইসবুকে পোস্ট করেন সমন্বয়ক পরিচয়দানকারী খাইরুল হোসেন। এবং বিকেলে দাড়িপাকা বাজারে লোকজনের সামনে তাকে অপমান করেন। ফেইসবুক পোস্টে খাইরুল লেখেন, ‘এই কুকুরকে চিনে রাখেন। শিক্ষকতার নামে প্রাইমারি শিক্ষার্থীদের সাথে পড়ানোর নামে বিকৃত যৌনাচার করত। এর শাস্তি অবধারিত। এর আগে পেছনে যারা সাহায্য করতেছে। তাদের লিস্ট করা হচ্ছে।’

নূরুল ইসলামের মেয়ে নিপা আক্তার দাবি করেন তাঁর বাবার আত্মহত্যায় প্ররোচনার জন্য দায়ী খাইরুল , মোস্তফা কামাল, সজীব ও হামিদুর রহমান।

এর আগে ২৮ আগস্ট দারিপাকা উচ্চ বিদ্যালয়ের সামনে নূরুল ইসলামের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনে মানববন্ধনের আয়োজন করে তারা।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে