শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১

রূপসায় গোডাউনে যাবার পথে আগুনে পুড়লো ট্রাক ভর্তি পাট

রূপসা (খুলনা) প্রতিনিধি
  ০৬ নভেম্বর ২০২৪, ২০:১০
ছবি: যায়যায়দিন

রূপসায় পাটের গোডাউনে যাবার পথে আগুনে পুড়ল ট্রাক ভর্তি পাট। ঘটনাটি ঘটেছে উপজেলার ইলাইপুর এলাকায় ৬ নভেম্বর সন্ধ‍্যায়।

স্থানীয়রা জানান, ট্রাকে অতিরিক্ত বোঝায় পাট থাকার কারণে উচ্চতা বেশি হওয়ায় সড়কের উপর দিয়ে যাওয়া পল্লী বিদ্যুতের ৩৩কেভী লাইনের দুইটি তারের ঘর্ষণে আগুনের ফুলকি পাটের উপর পড়ে।

আগুনের ফুলকিতে ট্রাকে থাকা পাটে আগুন ধরে যায়। পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের ২টি ইউনিটের যৌথ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুনে পুড়ে কিছু ক্ষতি হয়েছে বলে স্থানীয়রা জানায়।

ট্রাকের ড্রাইভার শামীম শেখ জানান, ফুলতলা থেকে রূপসার আলাইপুর ভিশণ এশিয়া জুটমিলে পাট নিয়ে যাচ্ছিলাম।

পতিমধ‍্যে ইলাইপুর এলাকায় সিরাজ শেখের বাড়ির সামনে পল্লী বিদ্যুতের তার নিচে থাকায় ট্রাকে থাকা পাটের সাথে বিদ্যুতের দুটি তারে ঘর্ষণে আগুনের ফুলকি পড়ে আগুন লাগে।

জুট মিলের ম‍্যানেজার শেখ শাহিন জানান, ট্রাকটিতে ৯ টন পাট ছিল। যার আনুমানিক মূল্য ৬ লক্ষ টাকা।

তবে ক্ষতির পরিমাণ কত টাকার হবে তা সঠিক ভাবে জানা যায়নি।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে