শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১

কুলাউড়ায় ১৪ হাজার কৃষক পাচ্ছেন সার ও বীজ

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
  ০৬ নভেম্বর ২০২৪, ২০:১১
আপডেট  : ০৬ নভেম্বর ২০২৪, ২০:১২
ছবি : যায়যায়দিন

২০২৪-২৫ অর্থবছরে প্রণোধনা কর্মসূচির আওতায় শীতকালিন শাক সবজি (উফশী ও হাইব্রীড), বোরো ধান এবং রবি শষ্য ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূলে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। পর্যায়ক্রমে উপজেলার ১৪ হাজার কৃষক প্রনোদনার বীজ ও সার পাবেন।

বুধবার (৬ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে বীজ ও সার বিতরষ কার্যক্রমের উদ্বোধন করেন কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার মো: মহি উদ্দিন।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুলাউড়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মুহাম্মদ জসিম উদ্দিন। কৃষি সম্প্রসারন অফিসার বিল্লাল হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মো: আবু মাসুদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: শিমুল আলী, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রিপন আহমদ, প্রেসক্লাব কুলাউড়ার সভাপতি আজিজুল ইসলাম, সাংবাদিক এম শাকিল রশিদ চৌধুরী, প্রেসক্লাব কুলাউড়ার সিনিয়র সহ-সভাপতি ময়নুল হক পবন প্রমুখ।

কৃষি অফিসার কৃষিবিদ মো: জসিম উদ্দিন জানান, প্রনোদনা কর্মসূচির আওতায় কুলাউড়া উপজেলায় উপশী ধানের বীজ দেওয়া হবে ৬ হাজার কৃষককে এবং হাইব্রীড ধানের বীজ দেওয়া হবে ৩ হাজার ৩শ জনকে। এছাড়াও শাকসবজি (উপশী) দেওয়া হবে ১ হাজার ৫ শ জনকে, শাকসবজি (হাইব্রীড) দেওয়া হবে ২ হাজার ৫শ জনকে এবং রবিশষ্য ১ হাজার ৯০ জনকে সহ মোট ১৪ হাজার ৯০ জন কৃষক প্রনোদনার বীজ ও সার পাবেন।

ছবিক্যাপশন- কুলাউড়ায় কৃষকদের হাতে প্রনোদনার সার-বীজ তুলে দিচ্ছেন অতিথিগণ।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে