শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১

দলকে সুসংগঠিত করতে চাইলে বিএনপি'র দলীয় ব্যানারে কাজ করুন 

পরশুরাম (ফেনী)প্রতিনিধি
  ০৬ নভেম্বর ২০২৪, ২০:৫৭
ছবি : যায়যায়দিন

বিএনপিকে সুসংগঠিত করতে চাইলে বিএনপির দলীয় ব্যানারে এসে মাঠে-ময়দানে কাজ করুন। দলীয় দায়িত্বশীলদের কমান্ডের বাইরে গিয়ে নেতাকর্মীদের মাঝে বিভাজন সৃষ্টি না করে একসাথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে দল সুসংগঠিত হবে।

ফেনীর পরশুরামের মির্জানগর ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপি'র সাথে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভায় মির্জানগর ইউনিয়ন বিএনপি বিভাজন নিয়ে এসব কথা বলেন পরশুরাম উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল হালিম মানিক। তিনি আরো বলেন পরশুরাম উপজেলার আহ্বায়ক কমিটি সহ উপজেলার তিনটি ইউনিয়নের পূর্ণাঙ্গ কমিটি ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ের দলীয় নেতাকর্মীদের ভোটে ২০১৯ সালের ডিসেম্বর মাসে নির্বাচিত করা হয়েছিল।

তখন পরশুরাম উপজেলা কমিটিতে আমাকে ( আব্দুল হালিম মানিক) আহবায়ক এবং ইব্রাহিম খলিল মনিকে সদস্য সচিব করে আহ্বায়ক কমিটি গঠন করা হয়। আমাদের মাঝে কোন বিভাজন নাই। বিভাজন থাকলে আমরা আহ্বায়ক ও সদস্য সচিব বিগত সময়গুলোতে একসাথে সকল সভা সমাবেশ করতাম না।

এখন যারা দলীয় নেতাকর্মীদের মাঝে বিভাজন করার চেষ্টা করছে তারা গত ১৬ বছর আওয়ামী লীগের দোসর হয়ে কাজ করছে। তারা ১৬/১৭ বছর বয়সের ছেলেদের নিয়ে আজ দল ভারী করার চেষ্টা করছে। যেসব ছেলেরা আওয়ামীলীগ নেতাদের সাথে সখ্যতা রেখে মাঠে-ময়দানে ছিল তাদের নিয়ে দলকে বিভাজন না করে আগামী নির্বাচনে ফেনী-১ আসনে বিএনপির দলীয় প্রার্থীকে নির্বাচিত করতে সকলেকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান তিনি।

বুধবার (৬ নভেম্বর) সন্ধ্যায় মির্জানগর ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে মনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পরশুরাম উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল হালিম মানিক।

৩নং ওয়ার্ড বিএনপি'র সভাপতি হাজী মো: ইসমাঈলের সভাপতিত্বে ও মির্জানগর ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক শামিমুল হক চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন, পরশুরাম উপজেলা বিএনপির সদস্য সচিব ইব্রাহিম খলিল মনি,ফেনী জেলা কৃষকদলের সাবেক সিনিয়র সহ সভাপতি সাহেদ আমান চৌধুরী,মির্জানগর ইউনিয়ন বিএনপির সভাপতি জামাল উদ্দিন চৌধুরী,মির্জানগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহিদ আহমেদ খোন্দকার, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সুমন ভূঞা, উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম খোন্দকার, মির্জানগর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ রিংকু,যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান,৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি মাস্টার হুমায়ুন কবির।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে