বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১

আত্রাইয়ে উন্নয়ন প্রকল্প-অফিস ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ ইউনিয়ন পরিষদ পরিদর্শন 

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
  ০৭ নভেম্বর ২০২৪, ১১:৫৪
ছবি : যায়যায়দিন

নওগাঁর আত্রাইয়ে বুধবার ৬ নভেম্বর সকাল ১১ টায় উপজেলার বিশা ইউনিয়ন পরিষদ,পাঁচুপুর ইউনিয়ন পরিষদ,বিভিন্ন উন্নয়ন প্রকল্প,সমসপাড়া উচ্চ বিদ্যালয়, সমসপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়,

আত্রাই পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়,বিয়াম ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজ, উপজেলা ভূমি অফিস ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় পরিদর্শন করেন নওগাঁ স্থানীয় সরকার (উপসচিব) উপ-পরিচালক টি.এম.এ.মমিন।

এসময় উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামাল হোসেন,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিনথিয়া হোসেন,প্রশাসনিক কর্মকর্তা মোঃ মোয়াজ্জেম হোসেন,সহকারী প্রশাসনিক অফিসার মোঃ আহসান হাবিব নাঈম

বিশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ তোফাজ্জল হোসেন খান তোফা,পাঁচুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ খবিরুল ইসলাম,উপজেলা ভূমি অফিস নাজির আফরিন জাহান,প্রধান সহকারী মো. রুবেল হোসেন প্রমুখ।

পরিদর্শনকালে স্থানীয় সরকার (উপসচিব) উপ-পরিচালক টি.এম.এ.মমিন কে ফুলের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামাল হোসেন ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিনথিয়া হোসেন।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে