শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১

গৌরীপুরে আত্মগোপনে থাকা দুই আসামি সেনাবাহিনীর হাতে গ্রেপ্তার

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
  ০৭ নভেম্বর ২০২৪, ১২:২৯
ফাইল ছবি

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার রামগোপালপুর ইউনিয়নে আত্মগোপনে থাকা দুই পলাতক আসামিকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

জানা গেছে, গ্রেফতারকৃতরা হলেন- ময়মনসিংহ সদর উপজেলার আওয়ামী মৎস্যজীবী লীগের আহবায়ক আমিনুল ইসলাম খোকন (৫২) ও ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সদস্য জান্নাতুল ইসলাম (৩৩)। আমিনুল ময়মনসিংহ সিটিকর্পোরেশন এলাকার কৃষ্টপুর আদর্শ কলোনির বাসিন্দা মৃত আক্কেল আলীর ছেলে ও জান্নাতুল কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদা মধ্যনগর গ্রামের বাসিন্দা শাহাবুদ্দিনের ছেলে। তাদের গৌরীপুর উপজেলার রামগোপালপুর বাস স্ট্যান্ড এলাকা থেকে গ্রেফতার করেছে সেনাবাহিনী।

গৌরীপুর অস্থায়ী সেনা ক্যাম্পের অধিনায়ক মেজর নাঈম জানান, বিভিন্ন মামলার আসামি আমিনুল ইসলাম খোকন ও জান্নাতুল ইসলাম গৌরীপুর রামগোপালপুর এলাকায় আত্মগোপনে আছেন, এমন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। তবে এ আসামিদের গৌরীপুর থানায় হস্তান্তর করতে চাইলে ওসি প্রথমে তাদের গ্রহণ করতে অস্বীকৃতি জানায়। পরে ময়মনসিংহ জেলা পুলিশ সুপারের নির্দেশে তিনি আসামিদের গ্রহণ করেন।

গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর্জা মাযহারুল আনোয়ার বলেন, আসামিরা গৌরীপুর থানার আওতাভুক্ত নয়, পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাদের সেনাবাহিনীর কাছ থেকে গ্রহণ করা হয়েছে। ময়মনসিংহ সদর মৎস্যজীবী লীগের আহবায়ক আমিনুল ইসলাম খোকনকে ডিবিতে ও জান্নাতুল ইসলামকে কিশোরগঞ্জ মডেল থানা পুলিশের কাছে বুধবার দুপুরে হস্তান্তর করা হয়েছে।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে