গাজীপুরে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি 

প্রকাশ | ১০ নভেম্বর ২০২৪, ১৫:০৮ | আপডেট: ১০ নভেম্বর ২০২৪, ১৫:০৯

গাজীপুর (সদর) প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা করে গাজীপুর সদর উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। 

রোববার (১০ নভেম্বর) সকালে গাজীপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে  র‍্যালিটি মনিপুর বাজার এলাকা থেকে শুরু  হয়ে বিভিন্ন আঞ্চলিক সড়ক প্রদক্ষিণ করে। পরে তালতলি বাজার এলাকায় সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

গাজীপুর সদর উপজেলা বিএনপির সভাপতি আবু তাহের মুসুল্লির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডাক্তার এস এম রফিকুল ইসলাম বাচ্চু।

উক্ত র‍্যালিতে গাজীপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, জেলা বিএনপির সদস্য এমদাদুল হক মুসুল্লি, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শহীদুল ইসলাম শহীদ, রাকিবুল ইসলাম, জেলা সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদুল কবির মোনায়েম, জেলা যুবদলের আহ্বায়ক সদস্য মো. রমজান আলী, উপজেলা বিএনপির সহ সাধারণ সম্পাদক শহিদুল কাজী, গাজীপুর সদর উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক আসাদুজ্জামান আসাদ, সদস্য সচিব ইউনুস আালী (নছ মিয়া), সেচ্ছাসেবক দলের মানোয়ার হোসেন,  ভাওয়ালগড় ইউনিয়ন বিএনপির সভাপতি মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক নুরুল আলম মাস্টার, পিরুজালী ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান বেপারী, ভাওয়ালগড়ের সাবেক ইউপি সদস্য আব্দুল মোতালেব মুসুল্লী, জেলা ছাত্র দলের সিনিয়র সহ সভাপতি সোহাগ হোসেন, উপজেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক মাজহারুল ইসলাম সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

যাযাদি/ এসএম