শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১

শেরপুরে সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার

জেলা প্রতিনিধি শেরপুর
  ১১ নভেম্বর ২০২৪, ১৫:৫৩
ছবি: যায়যায়দিন

শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলাসহ ৪ মামলায় সাবেক ছাত্রলীগ নেতা ও জেলা পরিষদের সাবেক সদস্য জাকারিয়া বিষুকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। ৯ নভেম্বর শনিবার রাতে শহরের নবীনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষু ওই এলাকার হেজা মুন্সীর ছেলে।

রবিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কোর্ট পুলিশ পরিদর্শক মো. জিয়াউর রহমান।

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) জুবায়দুল আলম জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মাহবুব ও সবুজ হত্যাসহ ৪ মামলার আসামি জাকারিয়া বিষুকে অভিযান চালিয়ে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে