শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১

শেরপুরে যুবকের মাটিচাপা মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি শেরপুর
  ১২ নভেম্বর ২০২৪, ১৬:২৩
ছবি: যায়যায়দিন

শেরপুর পৌরশহরের সজবরখিলা মহল্লা থেকে মাটি চাপা দেওয়া অবস্থায় সুমন নামের এক যুবকের লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত সুমন শেরপুর জেলা সদর এর কসবা বারাকপাড়া এলাকার বাসিন্দা এবং শেরপুর সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।

জানা গেছে, গতকাল রাতে সুমনের বাবা নজরুল ইসলাম একটি অভিযোগ দায়ের করেন শেরপুর সদর থানায়, পুলিশ অভিযোগটি সদর থানায় মামলা হিসেবে নথিভুক্ত করে, অভিযোগ সূত্রে পুলিশ জানায়, গত ৪ নভেম্বর সন্ধ্যায় কলেজ থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ হয় সুমন। পরদিন ৫ নভেম্বর সদর থানায় সুমনের বাবার দায়ের করা অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত হয়। এতে ওই তরুণীর বাবাসহ তিন জনের নাম উল্লেখ এবং আরও দুই থেকে তিন জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, 'প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায়' গ্রেপ্তারকৃত দুই-তিনজন যুবকের সহায়তায় সুমনকে অপহরণ করেছে।

নিজের পছন্দের মেয়েকে বিয়ে করবে বলে বাসা থেকে বের হয় সুমন, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস সেই মেয়েই তার অন্য এক বয়ফ্রেন্ডকে সাথে নিয়ে দুইজন মিলে হত্যা করে সুমনকে, আজ ৮ দিন পর সুমনের মরদেহ মেয়ের দ্বিতীয় বয়ফ্রেন্ডের বাসার মাটির নিচ থেকে উদ্ধার পুলিশ।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে