শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১

ঝালকাঠিতে আমুসহ ৫৯ জনের বিরুদ্ধে এজাহার দায়ের

ঝালকাঠি প্রতিনিধি
  ১২ নভেম্বর ২০২৪, ২০:৫৭
ছবি : যায়যায়দিন

ঝালকাঠি জেলা বিএনপির অফিসে হামলা ও ভাঙচুর করার অভিযোগে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু, ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, পৌর মেয়র লিয়াকত আলী তালুকদারসহ ৫৯ জনের বিরুদ্ধে ঝালকাঠি সদর থানায় এজাহার দায়ের করা হয়েছে।

সোমবার (১১ নভেম্বর) রাতে ঝালকাঠি সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউল ইসলাম জুবায়ের বাদী হয়ে এজাহার দায়ের করেন। তবে দায়ের করা এজাহারটি এখনো মামলা হিসাবে রুজু হয়নি বলে জানান সদর থানার ওসি।

এজাহার সূত্রে জানা যায়, ২০২১ সালের ৪ অক্টোবর সন্ধ্যায় ইউসুফ কমিশনার রোডে তৎকালীন জেলা বিএনপির কার্যালয়ে হামলা ও ভাঙচুর করা হয়। এতে নেতৃত্ব দেন ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য আমির হোসেন আমু।

দরখাস্তকারী জিয়াউল ইসলাম জুবায়ের বলেন, স্বৈরশাসনে অবৈধ হস্তক্ষেপের কারণে এতদিন থানায় মামলা হয়নি। দেশ স্বাভাবিক হওয়ার পরে গতকাল রাতে দলীয় নেতাকর্মীদের সিদ্ধান্ত নিয়ে এজাহার দায়ের করেছি।

ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, একটা অভিযোগ পেয়েছি, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে