বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১

সীমান্ত দিয়ে অনুপ্রবেশকালে বিজিবি হাতে যুবক আটক

টেকনাফ প্রতিনিধি
  ১৩ নভেম্বর ২০২৪, ১০:৫১
ছবি: যায়যায়দিন

কক্সবাজারের টেকনাফ সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি অভিযান চালিয়ে ১ লাখ পিস ইয়াবা, ১টি ওয়ান শুটার গান (এলজি) ও ১ রাউন্ড গুলি সহ একজন যুবককে আটক করেছ। এ সময় ১টি কাঠের নৌকাও জব্দ করা হয়।

বুধবার (১৩ নভেম্বর) সকালে "যায়যায়দিনকে এ তথ্য নিশ্চিত করেন টেকনাফ (২ বিজিবি) ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ।

তিনি জানান- গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা হ্নীলা আনোয়ার প্রজেক্ট নামক এলাকা দিয়ে মাদকের একটি চালান মায়ানমার হতে বাংলাদেশে আসতে পারে। এমন তথ্যের ভিত্তিতে বিজিবি'র টহলদল বর্ণিত স্থানে কৌশলগত অবস্থান করেন। কিছুক্ষণ পর বিজিবি টহলদল তিনজন ব্যক্তিকে একটি কাঠের নৌকা যোগে সীমান্তের শূন্য লাইন অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে আনোয়ার প্রজেক্ট বরাবর নাফ নদীর তীরে কেওড়া বাগানের দিকে আসতে দেখে। এ সময় সন্দেহজনক হওয়ায় টহলদল তাদেরকে চ্যালেঞ্জ করলে বিজিবি উপস্থিতি টের পেয়ে চোরাকারবারির পালিয়ে যাওয়ার চেষ্টাকালে ১ জনকে ১ লাখ পিস ইয়াবাসহ আটক করা হয়। আটককৃত যুবক নাম নুর রসিদ (২৫) সেই লেদা রোহিঙ্গা ক্যাম্প ব্লক -এ সলিমুল্লাহ ছেলে। বিজিবির অধিনায়ক আরও জানান- আটককৃত আসামিকে জব্দকৃত ইয়াবা, অস্ত্র, গোলাবারুদ সহ টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে