শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১

দৌলতপুরে দুই অস্ত্র ব্যবসায়ী গ্রেপ্তার 

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
  ১৩ নভেম্বর ২০২৪, ১৪:২৩
ছবি: যায়যায়দিন

কুষ্টিয়ার দৌলতপুরে আগ্নেয়াস্ত্র ও গুলি সহ দুই অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১২ নভেম্বর) রাত ১০ দিকে কুষ্টিয়া-প্রাগপুর সড়কের হোসেনাবাদ কৈপাল নামক স্থান থেকে অস্ত্র ও গুলিসহ তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এস আই লিংকন, এস আই অপুর্ব সহ থানা পুলিশের একটি দল ঐ সড়কে অবস্থান নেয়। রাত ১০ টার দিকে ৩ টি মোটর সাইকেল দ্রæত গতিতে যাবার সময় পুলিশ তাদের গতিরোধ করার চেষ্টা করে। এর মধ্যে দুটি মোটর দ্রæত গতিতে পালিয়ে যায়। পুলিশ একটি মোটর সাইকেলের গতিরোধ করতে সক্ষম হয়। এবং সেই মোটর সাকেলের দুই আরোহী উপজেলার রামকৃঞ্চপুর ইউপির চড়–ইকুড়ি গ্রামের তারু মন্ডলের ছেলে সুমন (২৬) ও চারু মন্ডলের ছেলে ছোটন (২২) নামে দুজনকে আটক করে পুলিশ। এসময় তাদের কাছে থাকা একটি ওয়ান শ্যুটার গান ও ১৩ রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়। এ ব্যাপারে দৌলতপুর থানায় মামলা হয়েছে।

দৌলতপুর থানার ওসি শেখ আব্দুল আউয়াল কবীর জানান, তারা দুজনে অবৈধ অস্ত্র ব্যবসা ও পরিবহনের সাথে জড়িত। এই চক্রের অন্য সদস্যদের আইনের আওতায় আনার জন্য পুলিশ সক্রিয় আছে বলে তিনি জানিয়েছেন।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে