শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১

গৃহবধূ আসমার মৃত্যুর ঘটনায় মামলা, শ্বশুর-শাশুড়ি আটক

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি
  ১৩ নভেম্বর ২০২৪, ১৪:২৯
ফাইল ছবি

ফরিদগঞ্জের গোবিন্দপুর উত্তর ইউনিয়নে চির্কা গ্রামের গৃহবধূ আসমা আক্তারের মৃত্যুর ঘটনায় তার শ্বশুর হানিফ রাঢ়ি ও শ্বাশুড়ি মাছুমা বেগমকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (১২ নভেম্বর) রাতে তাদের আটক করে ফরিদগঞ্জ থানা পুলিশ। এই ঘটনায় ওই গৃহবধূ আসমা আক্তারের মা নাজমা বেগম বাদী হয়ে ৪ জনকে অভিযুক্ত করে মেয়েকে ধর্ষণের পর পরিকল্পিতভাবে হত্যা করে হয়েছে বলে আদালতে মামলার আবেদন করলে (১১ নভেম্বর) আদালত ফরিদগঞ্জ থানা পুলিশকে মামলা গ্রহণের নির্দেশ দেয়। আদালতের নির্দেশ পেয়ে থানা পুলিশ মামলা গ্রহণ করে অভিযুক্তদের দুইজনকে আটক করে।

এ ব্যাপারে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হানিফ সরকার আদালতের নিদের্শে মামলা গ্রহন করা হয়েছে বলে নিশ্চিত করে জানান, অভিযুক্তদের মধ্যে আসমার শশুড় ও শাশুড়িকে আটক করা হয়েছে।

উল্লেখ্য, গত ৩ নভেম্বর শনিবার ফরিদগঞ্জের গোবিন্দপুর উত্তর ইউনিয়নের চির্কা গ্রামের প্রবাসী মাসুমের স্ত্রী আসমা আক্তার নামে এক গৃহবধূর মৃত্যুর কারণ নিয়ে রহস্যের সৃষ্টি হয়। গৃহবধূর স্বামীর পরিবার গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার কথা বললেও মরদেহ গোসলের সময় মৃতের স্পর্শকাতর স্থানে আঘাতের চিহ্ন ছিল জানিয়েছেন ওই গৃৃহবধূর স্বজনরা। এমনকি পুলিশও সুরতহাল রির্পোটের সময় শরীরের অস্বাভাবিক কিছু চিহ্ন পাওয়া গেছে বলে উল্লেখ করে। এদিকে লাশ পুলিশ নিয়ে যাওয়ার পর ওই গৃহবধূর দুই দেবর সাইমুন ও শাহীন বাড়ি থেকে পালিয়ে যায়।

এই ঘটনায় অভিযুক্তদের বিচার চেয়ে স্থানীয় এলাকাবাসী ও মৃতের স্বজনরা ফরিদগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে ইতিপূর্বে।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে