ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় রবি মৌসুমে বিভিন্ন ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনা ও কর্মস‚চির আওতায় বিনাম‚ল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।
বুধবার (১৩ অক্টোবর) উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি কর্মকর্তা শহিদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি রজব আলী, বিএনপির যুগ্ম সম্পাদক মুনিরুজ্জামান মনি, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সামিয়েল মার্ডি, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: রুপম চন্দ মহন্ত, প্রেসক্লাব সভাপতি মোবারক আলী, সফিকুল ইসলাম,সাবেক সভাপতি আনোয়ারুল ইসলাম প্রমুখ। এসময় বিভিন্ন সরকারি কর্মকর্তা, কর্মচারী, উপকারভোগি কৃষক, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায়র সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এ উপজেলায় রবি মৌসুমে ৯হাজার ৬শত ৫০জন কৃষকের মাঝে সরিষা, গম, ভুট্টা ,শীতকালীন পেঁয়াজ , চিনাবাদামের বীজ ও রাসায়নিক সার বিনাম‚ল্যে বিতরণ করা হয়।
যাযাদি/ এম