পানছড়িতে শিক্ষা কর্মকর্তার বিদায় সংবর্ধনা 

প্রকাশ | ২৮ নভেম্বর ২০২৪, ২০:৫৯

পানছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুজিত মিত্র চাকমা ৮জন শিক্ষকের অবসর জণিত বিদায় ও সহকারী শিক্ষক নয়ন বিকাশ ত্রিপুরার মরণোত্তর সংবর্ধনা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠান এবং নয়ন বিকাশ ত্রিপুরা সহকারী শিক্ষকের মরণোত্তর সংবর্ধনা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকাল ১০ টায় উপজেলা পরিষদ হল রুমে এ সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌমিতা দাস।

উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুষ্মিতা ত্রিপুরা এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, বিদায়ী শিক্ষা কর্মকর্তা সুজিত মিত্র চাকমা, অবসরপ্রাপ্ত শিক্ষক মোঃ মোজাম্মেল হক, স্বপন চন্দ্র সাহা, দীপেন্দ্র চাকমা, জয়ন্ত মুনি চাকমা, কুসুম বালা চাকমা, বিশাখা চাকমা, আল্পনা চাকমা, বিলকিস আক্তারকে ও নয়ন বিকাশ ত্রিপুরাকে মরণোত্তর সম্মাননা স্মারক প্রদান করা হয়।

যাযাদি/ এআর