শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১

শ্রীমঙ্গলে জাতীয় সাংবাদিক সংস্থার স্বরণ সভা ও দোয়া মাহফিল

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
  ২৯ নভেম্বর ২০২৪, ২০:৪১
ছবি : যায়যায়দিন

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জাতীয় সাংবাদিক সংস্থা মৌলভীবাজার জেলা কমিটির আয়োজনে সংস্থার প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি মুহম্মদ আলতাফ হোসেন এর রুহের মাগফিরাত কামনায় জেলা কমিটির আহবায়ক মোঃ শফিকুল ইসলাম রুম্মন এর সভাপতিত্বে স্বরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৯ নভেম্বর) দুপুরে জাতীয় সাংবাদিক সংস্থা মৌলভীবাজার জেলা কমিটির অস্থায়ী কার্যালয়ে এ স্বরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মমিনুর রশিদ শাইন, মহাসচিব মুহাম্মদ কামরুল ইসলাম, সহ-সভাপতি মোঃ খায়রুল ইসলাম, সিলেট বিভাগীয় কমিটির সদস্য সচিব বঙ্গকবি লুৎফুর রহমান।

উপস্থিত ছিলেন, সহ-সভাপতি মোঃ জামাল হোসেন, যুগ্ম মহাসচিব মোঃ আব্দুল মজিদ, সহকারী মহাসচিব মোঃ আতিকুর রহমান আজাদ, মোঃ হাসান সরদার জুয়েল, সাংগঠনিক সচিব মোঃ রাসেল সরকার, অর্থ সচিব মোঃ আবেদ আলী মৌলভীবাজার জেলা সাংবাদিক সংস্থার যুগ্ন আহবায়ক মোঃ আনিসুল ইসলাম আশরাফি, সাংস্কৃতিক কর্মী মোঃ কামরুল ইসলাম বাবুল, মোঃ শেলু আহমেদ শাওন সহ অন্যান্য নেতৃবৃন্দ।

সভায় সংস্থার সাবেক সভাপতি মরহুম আলতাফ হোসেনের বিভিন্ন দিক নির্দেশনা ও তার জীবনী নিয়ে আলোচনা করা হয়। জাতীয় সাংবাদিক সংস্থা দীর্ঘ ৪৩ বছর ধরে বাংলাদেশের সাংবাদিকদের অধিকার আদায় নিশ্চিত করণের জন্য আন্দোলন চালিয়ে আসছে। তাই আগামী ২৮ ডিসেম্বর ২০২৪ইং জাতীয় প্রেসক্লাবে সংস্থার ২১ দফা কর্মসূচী বাস্তবায়ন ও বিভিন্ন দাবীতে জাতীয় মহাসমাবেশ এর আয়োজন করা হয়েছে। উক্ত মহাসমাবেশে জেলা ও উপজেলা পর্যায়ের সকল সাংবাদিক নেতৃবৃন্দকে উপস্থিত থাকার আহবান জানানো হয়।

আলোচনা শেষে দোয়া পরিচালনা করেন সংস্থার মহাসচিব মোহাম্মদ কামরুল ইসলাম।

যাযাদি/ এআর

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে