বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১

ইন্দুরকানিতে শহীদ-আহত পরিবারের কাছে মুদি দোকান হস্তান্তর

ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি
  ৩০ নভেম্বর ২০২৪, ১২:৩১
আপডেট  : ৩০ নভেম্বর ২০২৪, ১২:৩৮
ছবি: যায়যায়দিন

পিরোজপুরের ইন্দুরকানিতে ২০১৩ সালে ১২ নভেম্বর রাতে বাংলাদেশ জমায়াত ইসলামীর সহকারি সেক্রেটারি জেনারেল শহিদ আব্দুল কাদের মোল্লার ফাঁসির রায় বাতিলের দাবিতে ইন্দুরকানীতে জামায়াতের মিছিলে আওয়ামী সন্ত্রাসী তোবারক আলীর গুলিতে শহিদ শুকুআলীর পরিবারের কাছে ও আহত মোস্ততোফা মীরের কাছে মুদি দোকান হস্তান্তর করা হয়েছে।

আল্লামা সাঈদী ওয়েল ফেয়ার ফাউন্ডশনের সহায়তায় তুরুস্কর একটি উন্নয়ন সংস্থার আর্থিক সহায়তা হিসেবে প্রতি দোকান ২ লাখ টাকা মূল্যের দুইটি মুদি দোকান নিহত ও আহত পরিবারের কাছে হস্তান্তর করেন

শনিবার ৩০ নভেম্বর সকালে উপজেলার কালাইয়া গ্রামে শহিদের বাবা সিদ্দিকুর রহমানের কাছে দোকানটি তুলে দেন আল্লামা সাঈদীর সুযোগ্য সন্তান ইন্দুরকানি উপজেলা সাবেক চেয়ারম্যান বাংলাদেশ জামায়াত ইসলামী কতৃক মনোনিত আগামী সংসদ সদস্য প্রার্থী জননেতা মাসুদ সাঈদী, এসময় দাতা (তুরস্কের) উন্নয়ন সংস্থার চার কর্মকর্তা উপস্থিত ছিলেন।

এছাড়া শহিদ আল্লামা সাঈদী ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে থেকে ইন্দুরকানী ও সদর উপজেলার ৬০ টি পরিবারের নিকট প্রতি পরিবারের কাছে ৫ হাজার পাচশত টাকা করে সহায়তা দেয়া হয়েছে

তুরুস্কোর দাতা সংস্থার প্রধান বলেন আমরা বাংলাদেশে রোহিঙ্গাদের সহায়তায় এসেছিলাম, তার পরে আমরা আপনাদের মাঝে আসছি এটা শুরু আমরা আবারও আপনাদের সহায়তায় আসব ইনশা আল্লাহ।

যাযাদি/এআর

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে