রাণীশংকৈল আল আমানাহ্ ইসলামিক একাডেমি কর্তৃক আয়োজনে শনিবার (৩০ নভেম্বর) সকাল ১১টায় প্রতিষ্ঠান মাঠে অভিভাবক সবাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এ সময়ে স্বাগত বক্তব্য রাখেন- প্রতিষ্ঠান অধ্যক্ষ মাওলানা মাসউদ আলম। বিশেষ অতিথি প্রতিষ্ঠানের সভাপতি মো: আলমগীর কবির, পাইলট উচ্চ বিদ্যালয়ের সহ:শিক্ষক অভিভাবক ফারুক হোসেন-জানায় নেপোলিয়ন বলেছিলেন ‘আমাকে একজন শিক্ষিত মা দাও, আমি একটি শিক্ষিত জাতি দিব’। সুতরাং একথা অনস্বীকার্য যে, সন্তানের ভবিষ্যৎ গঠনে মায়ের ভূমিকাই প্রধান। সন্তানের নৈতিক চরিত্র গঠন ও আনুষ্ঠানিক শিক্ষায় অভিভাবক হিসেবে মায়ের গুরুত্ব সবচেয়ে বেশি, যাকে গুরুত্ব দিয়ে শিক্ষার ভিত তৈরি করা গেলে তা আরো বাস্তবমুখী ও গুণগত মানের হয়ে উঠবে সন্দেহ নেই। জন্মের পর অসহায় শিশুকে শত প্রতিক‚লতা পেরিয়ে মা-ই কথা বলতে, পথ চলতে শেখান। সন্তানের সুন্দর ভবিষ্যৎ গঠনে মায়ের ভূমিকাই অপরিসীম। এক বছরে আমার সন্তানের অনেক অগ্রগতি প্রতিষ্ঠানের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
এসময় উপস্থিত ছিলেন- আমির বিএসসি,হাফেজ মজিবুর রহমান,হারিসুল ইসলাম, মুকুল হোসেন, আব্দুল মালেক, মোতাল্লেব হোসেন, রাণীশংকৈল ট্যুরস এন্ড ট্রাভেল সত্বাধিকারী জিয়াউর রহমান প্রমূখ। শেষে অধিক উপস্থিত শিশু শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।
যাযাদি/ এসএম